Monday, May 6, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ায় ইউএনও’র তৎপরতায় বেকায়দায় সিন্ডিকেট ও ফড়িয়ারা

কুষ্টিয়ায় ইউএনও’র তৎপরতায় বেকায়দায় সিন্ডিকেট ও ফড়িয়ারা

Published on

সরকারি ভাবে ধান ক্রয়

অন্যান্য বছর কুষ্টিয়ায় জেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ঘোষনা দিলেও তা ছিল শুধু কাগজে-কলমে। তবে এবার সেই চিত্র বদলে গেছে। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী প্রতিটি ইউনিয়নে গিয়ে কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত কৃষক নিশ্চিত হওয়ার পরই তার নিকট থেকে ধান কিনছেন। ইউএনও’র এ উদ্যোগে সিন্ডিকেট ও ফড়িয়ারা বেকায়দায় পড়েছে। তাদের প্রচেষ্টা ভেস্তে গেছে।

মঙ্গলবার সারা দিনে তিনটি ইউনিয়ন ঘুরে ২২০জন কৃষকের কাছ থেকে প্রায় ১২০ মেট্রিক টন ধান ক্রয় করেন ইউএনও। এ সময় খাদ্য অফিসের কর্মকর্তারা তার সাথে ছিলেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, এ বছর কুষ্টিয়া জেলার ৬টি উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে প্রায় দেড় হাজার মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়। মন্ত্রনালয় থেকে স্থাণীয় খাদ্য অফিসে  চিঠি আসার পর থেকেই স্থানীয় কিছু রাজনীতিবিদ ও ফড়িয়ারা ধান দেয়ার জন্য পাঁয়তারা শুরু করে। এর আগের বছরগুলোতেও এসব ধান কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীরা সরকারি গোডাউনে ধান সরবরাহ করে লাখ লাখ টাকা অর্থ হাতিয়ে নেয়।

তবে এবছর সারা দেশে ধানের বাম্পার ফলন হওয়ায় ধানের বাজার পড়ে যায়। কৃষকরা যাতে সঠিক বাজারদর পায় সে জন্য সদর উপজেলা প্রশাসন থেকে এবার কঠোর পদক্ষেপ নেয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন কৃষি অফিসের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে। সেই মোতাবেক প্রতিটি ইউনিয়নে প্রান্তিক কৃষকের তালিকা তৈরি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি ইউনিয়ন থেকে ধান কেনা হয়েছে। আইলচারা, পাটিকাবাড়ি ও হরিপুর ইউনিয়নে ধান কিনতে যান উপজেলা প্রশাসন, খাদ্য অফিস ও কৃষি অফিসের কর্মকর্তারা।  ২২০জন কৃষকের কাছ থেকে ১২০ মেট্রিক টন ধান কেনা হয়েছে। ২৬ টাকা কেজি দরে এসব ধান বিক্রি করেন কৃষকরা।

ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ছাড়াও জেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণুপদ সাহা, বড় বাজার খাদ্য গুদামের কর্মকর্তা জাকির হোসেন ও জগতি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিন্দ্য কুমার দাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কৃষক রবিউল ইসলাম ও মহররম বলেন, সরকারের উদ্যোগে হতাশ কৃষক কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। ধান কেনার পরিমান বাড়াতে হবে। চাল কিনে মিলাররা যেভাবে লাভ করছে কৃষকরা চরম খাটনি করেও তার অর্ধেকও লাভ পাচ্ছে না। সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

বড় বাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিগত সময়ে সিন্ডিকেটের কারনে আমরা অসহায় ছিলাম। এবার কোন সিন্ডিকেট ও ফড়িয়ার দৌরাত্ম নেই। সুন্দরভাবে প্রতিটি ইউনিয়নে গিয়ে ধান কেনা হচ্ছে। এতে আমাদের কিছুটা কষ্ট হলেও কৃষকদের মুখে হাসি ফুটছে। এ কারনে আমরা কষ্ট করতেও রাজী আছি। আর আমরা নিজেদের খরচ দিয়ে ধান গোডাউনে নিয়ে আসছি। কৃষকদের কাছ থেকে গাড়ি ভাড়াও নেয়া হচ্ছে না।’

ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ফড়িয়া ও সিন্ডিকেটের কাছ থেকে এক ছটাক ধানও কেনা হবে না। তাই নিজে উপস্থিত থেকে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কিনছি। যাতে করে সব কৃষক না হলেও অন্তত কিছু কৃষক যেন বেশি দামে ধান বিক্রি করে লাভ করতে পারে। তবে ধান কেনার পরিমান বাড়ানো হলে কৃষকরা আরো বেশি লাভবান হতো। সব কৃষকই এ সুবিধা পেত।’

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ধান নিয়ে কাউকে নয়ছয় করতে দেয়া হবে। দলের কোন লোকজনকে সুবিধা ভোগ করতে দেয়া হবে না। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে।’

তবে ইউএনও’র এ তৎপরতায় অনেকে নাখোশ হলেও প্রকৃত কৃষকরা খুশি। এর আগে সদর উপজেলার আলামপুর ইউনিয়ন থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়। গ্রামে গিয়ে সরাসরি ধান কেনার বিষয়টি জেলায় বেশ সাড়া ফেলেছে। শুধু এ বছরই নয় আগামীতে যাতে প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করে ধান কেনা হয় সে দাবি করেছেন কৃষকরা।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...