Saturday, July 27, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়া পুলিশ সুপার পিপিএম পদক পাওয়ায় কুষ্টিয়া২৪ এর শুভেচ্ছা ও অভিনন্দন

কুষ্টিয়া পুলিশ সুপার পিপিএম পদক পাওয়ায় কুষ্টিয়া২৪ এর শুভেচ্ছা ও অভিনন্দন

Published on

 সেবা, সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২য় বারের মত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক পেলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত, পিপিএম।

দ্বিতীয় বারের মতন সর্বোচ্চ এই পদক পাওয়ার জন্য কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত পিপিএম কে অভিনন্দন জানিয়েছে কুষ্টিয়ার বিভিন্ন মহল। সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহনের খবর প্রকাশ হওয়ার পর থেকেই তার শুভাকাংঙ্খী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন ভাবে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। ফেসবুক, এসএমএস, ফোনকল সহ নানান ভাবে তাকে অভিনন্দন বার্তা পাঠানো হচ্ছে।অভিনন্দন বার্তা আর শুভকামনায় তিনি সিক্ত।

জানা গেছে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম-সেবা পেলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তাকে পিপিএম-সেবা পদক পরিয়ে দেবেন৷ এর আগেও একবার তিনি বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম-সেবা) লাভ করেন। পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত পিপিএম, ১৯৭৭ সালের১৮ ফেব্রুয়ারী মাতা অসীমা মান্নানের কোলজুড়ে খুলনা শহরে জন্মগ্রহন করেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ জুলাই ২০০৫ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এস.এম তানভীর আরাফাত, পিপিএম৷ তিনি ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখ পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন৷

পুলিশ বাহিনীতে যোগদানের পর এই কর্মবীর সন্ত্রাসী ও জঙ্গিবিরোধী অভিযানে ইতিহাস তৈরি করেছেন। তিনি ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন ডিভিশন হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া জেলায় তার যোগদানের পর ৫ মাসেই পাল্টে যায় কুষ্টিয়া পুলিশের চিত্র। পুলিশ শাসক নয়, শোষক নয়, পুলিশ জনগণের সেবক এই নীতিতে তিনি কাজ করে যাচ্ছে। এই মন্ত্রে উজ্জীবিত এখন পুরো কুষ্টিয়া জেলা পুলিশের সকল সদস্য। এ কারণে হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। শক্তি বা বল প্রয়োগে নয় বরং ভালোবাসার বার্তা দিয়ে সমাজ থেকে অপরাধের অন্ধকার দূরে করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই পুলিশ কর্মকর্তা।

ভালোবাসা আর সেবায় প্রত্যেকের হৃদয়ে উজ্জল আসন পেতেছেন পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত, পিপিএম৷ তার দক্ষ তদারকিতে মাঠপর্যায়ে সদস্যদের মাঝেও পেশাদারিত্ব এসেছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ লাঘবে তাঁর বিচক্ষণতা অনেকাংশেই প্রশংসার দাবি রাখে। মানুষের ভালোবাসা এবং কর্মকান্ডের মাঝে নিজেকে সারাক্ষণ বাচিয়ে রাখতে চান তিঁনি। চাকুরিজীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন। 

সরকারি চাকরির পাশাপাশি পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত পিপিএম নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত আছেন। অর্থাভাবে বিদ্যাপীঠে ভর্তি না হতে পারা মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতা প্রদান করে তিনি তাদের বিদ্যাপীঠ ভর্তি হওয়ার সুযোগের দ্বার অবারিত করেছেন ৷ তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম-সেবা অর্জন করায় কুষ্টিয়ার আপামর জনসাধারণ তাকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন৷

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...