Thursday, April 25, 2024
প্রচ্ছদখুলনা বিভাগঝিনাইদহঝিনাইদহে নেমেছে বিদ্যুতের ৮০০ ভ্যান, ৫মিনিটে সংযোগ

ঝিনাইদহে নেমেছে বিদ্যুতের ৮০০ ভ্যান, ৫মিনিটে সংযোগ

Published on

আলোর ফেরিওয়ালা

দেশের গ্রামঞ্চলে শনিবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ৮০০ রিকশাভ্যান নেমেছে। বাড়ি বাড়ি যাচ্ছেন এসব ভ্যান। গ্রাহককে দিচ্ছেন নতুন সংযোগ। ভ্যানগুলোতে থাকছে বিদ্যুতের মিটার, তারসহ নতুন বিদ্যুৎসংযোগ দেওয়ার সব সরঞ্জাম। গ্রাহক বিদ্যুৎসংযোগ চাইলে তাৎক্ষণিক সব প্রক্রিয়া শেষে মাত্র ৫ মিনিটেই দেওয়া হচ্ছে নতুন সংযোগ।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দীন গত বৃহস্পতিবার বিকেলে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকদের (জিএম) সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রতিটি সমিতি থেকে অন্তত ১০টি করে রিকশা-ভ্যান নামিয়ে এভাবে বিদ্যুৎসংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আলতাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশের পর গত শুক্রবারই তিনি রিকশা-ভ্যান প্রস্তুত করে শনিবার থেকে সেগুলো মাঠে নেমে কাজ শুরু করেছে। একইভাবে দেশের অন্যান্য স্থানেও শনিবার থেকে ভ্যান নামার কথা।

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাব- জোনাল অফিসের এজিএম শেখ আবদুর রহমান গত ২৪ ডিসেম্বর থেকে ভ্যানে সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুৎসংযোগ দেওয়ার কার্যক্রম শুরু করেছেন। সঙ্গে থাকছেন দুজন লাইনম্যান ও একজন ওয়্যারিং পরিদর্শক। যাঁরা নতুন সংযোগ নিতে চাইছেন, তাঁদের সব প্রক্রিয়া শেষ করে মাত্র ৫ মিনিটে নতুন সংযোগ দিচ্ছেন। হয়রানি, ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ ছাড়াই গ্রাহকেরা সংযোগ পাচ্ছেন। ৪ দিনে এভাবে তিনি ৫৪টি সংযোগ দেন। এখন এর সংখা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি এই কর্মসূচির নাম দিয়েছেন ‘আলোর ফেরিওয়ালা’। হরিণাকুন্ডুতে পল্লী বিদ্যুতের এই উদ্যোগ নিয়ে ৩ জানুয়ারি দেশের একটি র্শীষ  দৈনিকে ‘পাঁচ মিনিটে নতুন বিদ্যুৎসংযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, এই প্রতিবেদন প্রকাশের পর তা পল্লী বিদ্যুতের উচ্চপর্যায়ে সাড়া ফেলে এবং উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা হরিণাকুন্ডু জোনাল অফিসের এজিএম শেখ আবদুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। বিষয়টি দেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জিএমদের নিয়ে ওই ভিডিও কনফারেন্স করেন। সেখানে ওই উদ্যোগকে মডেল হিসেবে নিয়ে প্রতিটি সমিতিকে অন্তত ১০টি করে এমন ভ্যান নামানোর নির্দেশ দেন।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ঝিনাইদহে নব দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি বলেই স্বামী-স্ত্রীর আত্মহত্যা! ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া...

মিষ্টি কুমড়া ভর্তি ট্রাকে গাঁজা ও ফেনসিডিল, আটক ২

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে র‌্যাব ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল...

করোনাভাইরাস : ঝিনাইদহে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...