Thursday, March 28, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ায় নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ!

কুষ্টিয়ায় নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ!

Published on

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৬দিন বাকি আছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কাজ করছে পুলিশ। তবে নির্বাচনকালীন নিরাপত্তার অযুহাতে পুলিশী তৎপরতায় দেশের বেশ কয়েকটি শহরে মেস বন্ধ করে দেয়ার খবর পাওয়া গেছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে এসব মেসে অবস্থানরত শিক্ষার্থীদের মেস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শহরে ফিরতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

পুলিশ নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়া ও ঝিনাইদহে শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের হলে সব শিক্ষার্থীরা সিট পায় না। ফলে তাদেরকে শেখ পাড়া সহ আশেপাশের এলাকায় মেস ভাড়া করে থাকতে হয়। সেখান থেকেই নিয়মিত ক্লাসে অংশ নেন তারা। কিন্তু শনিবার থেকে তাদের পক্ষে ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। কারণ তাদের মেসে র‌্যাব ও পুলিশ তল্লাশি চালিয়েছে। দু’জন ছাত্রকে ধরে নিয়ে গেছে। তাদেরও মেস ছাড়ার নির্দেশ দিয়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে। ঝিনাইদহের মেসগুলোতেও একই অবস্থা। শহরের একটি মেসে থাকেন তানভীর মাহমুদ। তিনি জানান, একদিন সন্ধ্যায় পুলিশ এসে মেস তল্লাশী করে। পরে কিছু না পেয়ে নির্বাচনের আগে মেস ছেড়ে চলে যাবার নির্দেশ দেয়। ফলে প্রাতিষ্ঠানিক ব্যস্ততা থাকলেও নিরাপত্তার কারণে এক দু’দিনের মধ্যেই বাড়ি চলে যেতে হবে।

তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, এধরণের কোন খবর আমরা পাইনি। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে টহল দেয়া হয়েছে হয়তো।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...