Tuesday, April 23, 2024
প্রচ্ছদকুষ্টিয়াকুষ্টিয়া সদরকুষ্টিয়ার সড়কে ‘অর্থ সংকটে’ নির্মিত হয়নি বঙ্গবন্ধুর ম্যুরাল

কুষ্টিয়ার সড়কে ‘অর্থ সংকটে’ নির্মিত হয়নি বঙ্গবন্ধুর ম্যুরাল

Published on

কুষ্টিয়া বাইপাস সড়কটি কয়েকদিনের মধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইতোমধ্যে দুই প্রান্তের গোল চত্বরে নির্মাণকাজ শেষ করেছে কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তবে শেষ পর্যন্ত ‘অর্থের অভাবে’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় গুণী ব্যক্তির ম্যুরাল নির্মাণ করতে পারেনি সড়ক বিভাগ। তাই ম্যুরাল বাদ রেখেই বাইপাস সড়কটির উদ্বোধন করতে হচ্ছে।

সর্বশেষ বাইপাস সড়কের দুই প্রান্তে ম্যুরাল নির্মাণে ২ কোটি টাকা বরাদ্দ চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তবে এখন পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় ম্যুরালগুলোর নির্মাণ অনিশ্চিত হয়ে আছে।

কুষ্টিয়া সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে ১২০ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণকাজ শুরু হয়। ৭ কিলোমিটার সড়কের শত ভাগ কাজ শেষ করেছে সড়ক বিভাগ। নবনির্মিত বাইপাসটি বটতৈল থেকে শুরু হয়ে বারখাদা ত্রিমোহনীতে গিয়ে শেষ হয়েছে। বাইপাসের শুরু ও শেষ প্রান্তে দুটি গোল চত্বর নির্মাণ করা হয়েছে। বটতৈল প্রান্তের গোল চত্বরের দুই দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক, যার একদিক গিয়েছে খুলনা অভিমুখে এবং অপর প্রান্ত গিয়েছে শহরমুখে।

গোল চত্বরের আরেক পাশের আঞ্চলিক মহাসড়ক গিয়েছে চুয়াডাঙ্গার দিকে। অন্যদিকে বাইপাসের শেষ প্রান্ত বারখাদা গোল চত্বর থেকে জাতীয় মহাসড়কটি ঈশ্বরদী-সিরাজগঞ্জের দিকে এবং অন্যদিক গিয়েছে কুষ্টিয়া শহর ও বাইপাস অভিমুখে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হবে এই বাইপাস সড়ক।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে হানিফ লিখেন, ‘সাংস্কৃতিক জনপদ হিসেবে পরিচিত কুষ্টিয়ার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করতে বাইপাসের দুই প্রান্তে নির্মিত গোল চত্বরে ছয়জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি স্থাপন করা প্রয়োজন। এই ছয় বিশিষ্ট ব্যক্তিরা হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন, বাউল সম্রাট লালন শাহ ও ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামের মহানায়ক ড. রাধা বিনোদ পাল। সে ক্ষেত্রে ছয় বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি স্থাপনসহ অবকাঠামো নির্মাণ ও অন্য কাজে দুই কোটি টাকা ব্যয় হবে, যা কুষ্টিয়া শহর বাইপাস সড়ক প্রকল্পে অন্তর্ভুক্ত না থাকায় রক্ষণাবেক্ষণ খাত হতে ব্যয়ভার বহন করা প্রয়োজন।’

স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ওই ব্যক্তিদের প্রতিকৃতি স্থাপন ও অবকাঠামো নির্মাণের জন্য রক্ষণাবেক্ষণ খাত হতে ২ কোটি টাকা বরাদ্দ দিতে অনুরোধ করেন হানিফ।

ম্যুরালের মূল নকশা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক কণক কান্তি পাঠক। স্ট্রাকচার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।

এ বিষয়ে ইবির প্রধান প্রকৌশলী টুটুল বলেন, ‘ম্যুরালটি যে ডিজাইনে করা হয়েছে, তা বাস্তবায়িত হলে কুষ্টিয়ার ভাবমূর্তি সারা দেশের কাছে উজ্জ্বল হবে। কারণ দেশের কোথাও এ ধরনের ম্যুরাল এখনো নির্মিত হয়নি।’

কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ম্যুরাল নির্মাণ করতে সড়ক বিভাগ থেকে কোনো বরাদ্দ দেওয়া হয় না। এটি সাধারণত জেলা পরিষদ ও পৌরসভা নির্মাণ করে থাকে। আমরা বিষয়টি স্থানীয় এমপি ও জেলা প্রশাসককে জানিয়েছি।’

কুষ্টিয়া শহর বাইপাসের ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত ডাবল লেনবিশিষ্ট মূল সড়ক ৪ কিলোমিটার এবং সাড়ে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়ক। ওই সড়কের মাঝে একটি পিসি গার্ডার সেতু ও ২১টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...