Friday, March 29, 2024
প্রচ্ছদবাংলাদেশময়মনসিংহ বিভাগস্কুলছাত্রীর খাতায় পাতা না থাকায় শিক্ষকের কাণ্ড!

স্কুলছাত্রীর খাতায় পাতা না থাকায় শিক্ষকের কাণ্ড!

Published on

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ উঠেছে মাহমুদুর রহমান মকিম নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার সকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় সহপাঠীদের চিৎকারে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে অজ্ঞান অবস্থায় ছাত্রী সাথিয়া নৌশী লুবদিকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সূত্র জানায়, গফরগাঁও পৌরশহরের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টার দিকে নবম শ্রেণির ছাত্রী সাথিয়া নৌশী লুবদি ২০-২৫ জন সহপাঠীর সঙ্গে কোচিং করছিল। এ সময় লুবদিকে একটি কম্পোজিশন লিখতে বলেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান মকিম।

এ সময় লুবদি তার খাতার পাতা শেষ হয়ে গেছে বলে শিক্ষককে জানায়। এ কথা বলার পর শিক্ষক মাহমুদুর রহমান ক্ষিপ্ত হয়ে কোচিং ক্লাসেই তাকে স্টিলের স্কেল দিয়ে বেধড়ক পেটানো শুরু করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে লুবদি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক ছাত্রী অভিযোগ করে বলে, শিক্ষক মাহমুদুর রহমান মকিম প্রতিদিন ক্লাসে আমাদের এভাবে পেটান। স্যার আমাদেরকে মাঝেমধ্যে বিভিন্ন ভঙ্গিতে খারাপ কথাবার্তাও বলেন।

আহত ছাত্রীর মা আয়েশা আক্তার জানান, মেয়েকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান মকিম অভিযোগ অস্বীকার করে বলেন, খাতায় পাতা না থাকায় মেয়েটিকে আমি ধমক দিয়েছি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মফিজুল হক জানান, ঘটনার সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন স্কাউট সদস্যরা

ময়মনসিংহের ফুলপুরে দরিদ্র কৃষকদের ধান বিনামূল্যে কেটে দিয়ে সহায়তা করার কাজ শুরু করেছেন ফুলপুরের...

৬০০ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬শত পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক...

ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্র

ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করা ডা. লোটে...