Friday, March 29, 2024
প্রচ্ছদকৃষিসেচ পাম্প চালু না হওয়ায় বিপাকে কুষ্টিয়ার কৃষক

সেচ পাম্প চালু না হওয়ায় বিপাকে কুষ্টিয়ার কৃষক

Published on

শুষ্ক মৌসুমে সঠিক সময়ে সেচ পাম্প চালু না হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা। পদ্মা নদী আর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের সংযোগ ইনটেক চ্যানেলে পলি অপসারণ করা হয়নি। তাই চলতি বোরো মৌসুমে সেচ পাম্প চালু করা সম্ভব হচ্ছে না।

এদিকে অতিরিক্ত পলি সরাতে ড্রেজিংয়ের কাজ চলছে বলে জানান গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। তারা শিগগিরই পাম্প চালুর আশ্বাস দিয়েছে।

জানা গেছে, পদ্মা নদীর সঙ্গে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের মাঝে দুই কিলোমিটার ইনটেক চ্যানেলে পলি অপসারণ সঠিক সময়ে করা হয়নি। এ কারণে এখন পানি দিতে পারছে না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ।

গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বন্ধ থাকায় ১৯৩ কিলোমিটার মেইন ক্যানেল, ৪৬৭ কিলোমিটার সেকেন্ডারি ক্যানেল, ৯৯৫ কিলোমিটার টারশিয়ারি ক্যানেলে পানি নেই।

চলতি মাসের ১৫ তারিখ গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প চালু হবার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পাম্প চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

সেচ খালগুলোতে পানি না থাকায় বিপাকে পড়েছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ জেলার ১৩টি উপজেলার কৃষকরা।

সঠিক সময়ে সেচ সুবিধা না পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে চলতি বোরো মৌসুমের ২৪ হাজার ৯৭০ হেক্টর জমির ফসল চাষ।

কৃষকরা জানান, পানির অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। খুব দ্রুত পানি না পেলে এবার রোপণ করা ফসল রক্ষা করা সম্ভব হবে না।

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান গ্রামের কৃষক আব্দুল মান্নান বার্তা২৪.কমকে বলেন, ‘খালের সমস্যার কারণে আমরা পানি পাচ্ছি না। সে জন্য প্রকল্পের আওতায় চাষাবাদ করতে সমস্যা হচ্ছে।’

কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মনিরুজামান জানান, পদ্মা নদীর সঙ্গে পাম্পের যে ইনটেক চ্যানেল রয়েছে, এ বছর তাতে পলির পরিমাণ বেশি হওয়ায় ড্রেজিং কার্যক্রম বিলম্বিত হয়েছে। দ্রুত পাম্প চালু করে সেচ প্রদান করা হবে।

গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের তথ্য মতে, ৩টি পাম্প প্রতি সেকেন্ডে ৩ হাজার ৯০০ কিউসেক পানি সেচের জন্য উত্তোলন করতে পারে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় ব্যবসায়ীর অতিরিক্ত কৃষি জমি যাচ্ছে সরকারের হাতে

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ম বহির্ভূতভাবে কৃষি জমির মালিক থাকায় আইনের আওতায় নেয়া হয়েছে নুরুজ্জামান বিশ্বাস...

কচু চাষে কুষ্টিয়ার কৃষকদের মুখে হাসি

করোনা ভাইরাসের কারণে সবজি চাষিরা চিন্তিত থাকলেও আগাম জাতের কচু চাষ করে ভালো দাম...

কুষ্টিয়ার চরাঞ্চলে বাদাম চাষে সাফল্য পেলেও ফলন নিয়ে হতাশা চাষীদের

অনাবাদি পদ্মা চরে চিনা বাদাম চাষ করে সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষীরা। তবে প্রকৃতির...