Friday, April 19, 2024
প্রচ্ছদকুষ্টিয়াদৌলতপুরসুবেলের পাশে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

সুবেলের পাশে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

Published on

কুষ্টিয়ায় দেশের সবচেয়ে উচ্চতা বিশিষ্ট যুবক সুবেলের (৮ ফুট) পাশে দাঁড়ানোর আস্বাস দিয়েছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২ জুন) সকালে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একটি দল সুবেলের দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে যান।

অতিরিক্ত উচ্চতা হওয়ার কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন সুবেলে। ব্রেন টিউমার ছাড়াও তার শরীরের বিভিন্ন অংশ ফোলা। এ কারণে ঠিকমত চলাফেরা করতে পারেন না তিনি। লাঠিতে ভর দিয়ে চলাচল করেন। ঘরে ঢুকতে ও বের হতেও তার সমস্যা। এছাড়া তাকে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসা দেওয়া হয়নি।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমরা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুবেলের চিকিৎসার খরচ বহন করব। আশা করছি উন্নত চিকিৎসায় সুবেলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।’

সুবেলের বাবা ইউনুস আলী বলেন, ‘টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। বর্তমানে তাকে হোমিও চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে একবার রাজশাহীতে ডাক্তার দেখানো হয়েছিলো। তবে সেখানের প্রেসক্রিপসন মতো ওষুধ খাওয়ানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমে আমার ছেলের খবর প্রচার হয়। এর পরে আজকে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের লোকজন এসে সহযোগিতার কথা বলেছেন।’

রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, সরকারিভাবে সুবেলের চিকিৎসার ব্যবস্থা করা হলে বেশি ভালো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুবেলের চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন সুবেলের পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। সেই সাথে যদি চিকিৎসার জন্য জেলা প্রশাসনের নিকট আবেদন করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়া দৌলতপুরে আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

কুষ্টিয়ায় হত্যার দায়ে ৬ ডাকাতের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতি করার সময় শাজাহান আলী নামের এক বাড়ির মালিককে চাইনিজ কুড়াল দিয়ে...