Thursday, April 25, 2024
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনশিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিলেন ইবি প্রক্টর

শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিলেন ইবি প্রক্টর

Published on

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শিক্ষকের হয়রানির প্রতিবাদে তার বিচার চেয়ে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সাড়ে ১১টায় ক্যাম্পাসের ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় তিনি তাদের আইডি কার্ড কেড়ে নেন।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে তার বিভাগের এক শিক্ষক হয়রানি করেন। পরে ওই ছাত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে হল কর্তৃপক্ষ তাকে পরিবারের হাতে হস্তান্তর করেন। এ ঘটনায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদে মানববন্ধন শুরু করে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ঝাল চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা।

তবে প্রথম থেকেই ওই বিভাগের শিক্ষার্থীদেরকে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নামতে কৌশলে বাধা দেয়া হয়।

ছাত্রী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে একাডেমিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়া হয়।

সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর এবং অনুষদ প্রদক্ষিণ করে বিভাগের সামনে বিক্ষোভ শুরু করে। এসময় সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করতে কৌশলে ফিন্যান্স বিভাগের কিছু শিক্ষার্থীকে লেলিয়ে দেয়া হয়।

পরে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেন প্রক্টর। এক পর্যায়ে নিজেই শিক্ষার্থীদের মারতে উদ্যত হন তিনি। পরে আন্দোলনকারী দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন প্রক্টর।

এসময় তথ্য সংগ্রহে সংবাদকর্মীরা সেখানে গেলে বাধা দেন ফিন্যান্স বিভাগের কিছু শিক্ষার্থী।

জানতে চাইলে প্রক্টর ড. মাহবুবর বলেন, বিক্ষোভকারী দুই শিক্ষার্থীর আইডি কার্ড নেয়া হয়েছে। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...