Friday, March 29, 2024
প্রচ্ছদবাংলাদেশরাজশাহী বিভাগযুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা ইউএনও বদলি

যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা ইউএনও বদলি

Published on

উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার অশালীন আচরণ ও হত্যার হুমকির ঘটনায় থানায় মামলা দায়ের করেও বিচার না পেয়ে অবশেষে আক্ষেপ নিয়েই কর্মস্থল ত্যাগ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাইফুর রহমান।

গত শুক্রবার বিকেলে তিনি কর্মস্থল ত্যাগ করেন। তাঁর এ বদলির ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন হলেও জেলা প্রশাসন এটিকে নিয়মমাফিক কাজ (রুটিন ওয়ার্ক) বলে দাবি করছে।

ইউএনওর বদলির বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার সাইফুর রহমানকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে মর্মে চিঠি পেয়েছি।’

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাইফুর রহমান বলেন, ‘আমরা সরকারি চাকরি করি। সরকার যেখানে ঠিক মনে করে সেখানে নিয়ে যায়। তবে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার পর থেকে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হচ্ছিল। মামলার পর আসামিদের গ্রেপ্তার করা হয়নি। উপরন্তু তদন্ত করে ফাইনাল প্রতিবেদন আদালতে দেওয়া হলে বিচারক মামলাটি খারিজ করে দেন। এমন পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে এ কর্মস্থল ত্যাগ করলাম।’

তিনি আরো বলেন, ‘মামলাটি রিভিউর জন্য ইতিমধ্যে আমি আইনজীবী নিয়োগ করে ওকালতনামায় স্বাক্ষর করেছি।’

ইউএনওর আইনজীবী অ্যাডভোকেট নাসিম সরকার হাকিম বলেন, বাদীকে নোটিশ না করে মামলাটি খারিজ করা হয়েছে। এরই মধ্যে বাদী ইউএনও সাইফুর রহমান রিভিউর জন্য ওকালতনামায় স্বাক্ষর করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম প্রতিরোধ এবং খাদ্যগুদামে ধান সরবরাহে বাধা দেওয়ায় গত ২২ মে দুপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ২০-২৫ জনের একটি দল ইউএনওর কক্ষে গিয়ে তাঁকে গালাগাল করে। এ সময় তারা ইউএনওকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ইউএনও বাদী হয়ে রেজাসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, পৌর শ্রমিক লীগের সভাপতি আরমান, কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ, যুবলীগ নেতা রিপন, সাইদুল, জহুরুল ও সোহাগ। মামলাটি তদন্তের পর বেলকুচি থানার উপপরিদর্শক শামীম রেজা সব আসামিকে অব্যাহতি দিয়ে গত ২৬ জুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। পরে গত ৪ সেপ্টেম্বর আদালত মামলাটি খারিজ করে দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ খ ম ইউসুফজী খান বলেন, ‘এর আগেও বেলকুচিতে ২৯ জন ইউএনও এসেছেন; কিন্তু সাইফুর রহমান যে কাজটি করতে পেরেছেন সেটি কেউ করতে পেরেছেন বলে আমার মনে হয় না । ওনার মতো একজন সৎ অফিসারের কারণে বেলকুচিবাসী অনেক অনেক গুণে শান্তিতে ছিল।’

বেলকুচি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাস বলেন, যুবলীগ নেতার হুমকি-ধমকি, সেই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এমপির তদবির ইউএনওকে মর্মাহত করেছে। তিনি বিদায়বেলায় বেলকুচির সাধারণ মানুষের ভালোবাসায়, কান্নায় সিক্ত হয়ে বলেছেন, ‘আমি তো যেতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

রাজশাহীতে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় ইসহাক আলী (৪৬) নামে এক ট্রাক...

চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী এসে স্টেশনে মৃত্যু

ছেলে ও মেয়েকে নিয়ে কুষ্টিয়া থেকে রাজশাহী আসছিলেন চিকিৎসা করানোর উদ্দেশ্যে। কিন্তু রাজশাহী রেলওয়ে...

যমুনায় নৌকাডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় দুই মরদেহ উদ্ধার করা হয়েছে।...