Monday, May 6, 2024
প্রচ্ছদকুষ্টিয়াকুষ্টিয়া সদর‘মেয়ে হত্যার সর্বোচ্চ বিচার চাই, টাকার কাছে বিক্রি হতে চাই না’

‘মেয়ে হত্যার সর্বোচ্চ বিচার চাই, টাকার কাছে বিক্রি হতে চাই না’

Published on

‘আমার কোন ক্ষতিপূরণের প্রয়োজন নেই, মেয়েই বেঁচে নেই তাহলে আর টাকা দিয়ে কি হবে। মেয়ে হত্যার ঘাতকের সর্বোচ্চ বিচার চাই, টাকার কাছে বিক্রি হতে চাই না।’

মেয়েকে শেষ বিদায় দিয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের পর আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার চোড়হাস মোড়ে বাসের ধাক্কায় নিহত শিশু আকিফার বাবা হারুন উর রশিদ। বৃহস্পতিবার (৩০ আগষ্ট) রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা করেন তিনি।

মামলায় ঘাতক বাসের চালক খোকন, সুপারভাইজার জয়নুল ও মালিক ইউনুস মাষ্টারকে আসামি করা হয়েছে। তারা সবাই ফরিদপুর জেলার সদরের বাসিন্দা।

এদিকে বৃহস্পতিবার বাদ এশা চৌড়হাস ঈদগাহ্ গোরস্থানে শিশু আকিফার দাফন সম্পন্ন হয়। এর আগে সন্ধ্যায় আকিফার লাশবাহী গাড়িটি বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক আবস্থার সৃষ্টি হয়। প্রিয় সন্তানের নিথর দেহ কোলে করে বাবা হারুন উর রশিদ। মা রিনা বেগমের আর্তনাদে ভারি হয়ে উঠছে চারিদিক। শিশুটিকে এক নজর দেখার জন্য ছুটে আসছে মানুষজন।

অপরদিকে এই ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুঁসে উঠে কুষ্টিয়ার সচেতন মহল। আলোচিত এই ঘটনায় গঞ্জেরাজ নামক যাত্রীবাহী বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনাস্থল কুষ্টিয়ার চৌড়হাসে বুধবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সচেতন এলাকাবাসী।

সচেতন মহলের ব্যানারে কর্মসূচির ডাক দেয়া আয়োজকদের একজন সাংবাদিক হাসিবুর রহমান রিজু জানান, শিশু মৃত্যুর ঘটনায় মডেল থানায় রাতে মামলা হয়েছে। পুলিশ দ্রুত ঘাতক বাস ও জড়িতদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

‘নিরাপদ সড়ক চাই’ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু জানান, শিশু আকিফা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে যেয়ে ঘাতক বাসটির নাম্বর, মালিক ও চালকের তথ্য সংগ্রহ করে অভিযান চালায়। বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হলে তার বাবা থানায় এজাহার দায়ের করলে আমরা মামলাটি তাৎক্ষণিক রুজু করি। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পারা হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোন হর্ণ ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন। এতে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয় শিশু কন্যা আকিফা।

বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকিফা। সে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...