Monday, May 13, 2024
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনমানহানি মামলা করায় ইবি'র প্রধান ফটকে তালা দিল ছাত্রলীগ

মানহানি মামলা করায় ইবি’র প্রধান ফটকে তালা দিল ছাত্রলীগ

Published on

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

জানা যায়, সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া লাইভ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য উপস্থাপন করায় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন তিনি।

এর প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে প্রধান ফটকে তালা দেন ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন দুপুর ২টার ট্রিপে কুষ্টিয়া-ঝিনাইদহগামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে ছাত্রলীগ নেতারা উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করেন। এসময় উপাচার্য অভিযুক্ত ছাত্র ও অভিযোগকারী শিক্ষকের সঙ্গে বসার ব্যাবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে প্রায় আধা ঘন্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকের তালা খুলে দেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ছাত্র ও শিক্ষাকের মাঝে যে মামলার ঘটনা ঘটেছে তা তাদের ব্যাক্তিগত। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বসার ব্যাবস্থা করবো।’

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ডিবিসি নিউজে ‘মানচিত্র: বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা’ বিষয়ক লাইভ সাক্ষাৎকার দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।

লাইভ সাক্ষাৎকারে লালন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে তার ছাত্রশিবিরের নেতৃত্ব দিতেন উল্লেখ করেন। তবে ড. মাহবুব ইবির ছাত্র ছিলেন না। এছাড়া ড. মাহবুবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বানিজ্যের মূলহোতা, শিক্ষার্থীদের হুমকি, ছাত্রলীগের উপর গুলিবর্ষণের নির্দেশদাতা অভিযোগ করেন লালন।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলী আদালতে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান মামলা দায়ের করেন। এতে তিনি মিজানুর রহমান লালনকে মামলার প্রধান বিবাদী ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মুনজুরুল ইসলামকে দুই নম্বর বিবাদী করেন।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...