Monday, May 6, 2024
প্রচ্ছদকুষ্টিয়াঅপরাধভেড়ামারা খাদ্য গুদামে নিন্মমানের চাল সংগ্রহের অভিযোগ

ভেড়ামারা খাদ্য গুদামে নিন্মমানের চাল সংগ্রহের অভিযোগ

Published on

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের কিছু কর্মকর্তা ও সরকারি দলের কয়েকজন প্রভাবশালী নেতার যোগসাজশে চলতি ধান চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে। কুষ্টিয়া জেলা খাদ্য অফিসে চলতি বোরো মওসুমে ধান-চাল সংগ্রহে ঘুষ বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুষ্টিয়া জেলায় ধান চাল ক্রয় অভিযানে স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতা ও মিল-মালিকদের ভাগাভাগির কোন্দলের ফলে জটিলতার সৃষ্টি হয়েছে। এতে ব্যর্থ হতে চলেছে ধান চাল সংগ্রহ অভিযান।

জেলার উপজেলাগুলোতে এবার বোরো-ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কুষ্টিয়া সদরে ধান ৩৯৪ মেট্রিক টন, চাল ১২১৩১ মেট্রিক টন, মিরপুরে ধান ৩৩০ মেঃ টন, চাল ২৫৩৬ মেঃ টন। ভেড়ামারা উপজেলায় ধান ৫৪ মেঃ টন, চাল ৫৯০ মেঃ টন, দৌলতপুরে ধান ১৩৬ মেঃ টন, চাল ৫৫৬ মেঃ টন, কুমারখালীতে ধান ১৭০ মেঃ টন, চাল ১১৭১ মেঃ টন এবং খোকসায় ধান ৬৩ মেঃ টন, চাল ৫১৬ মেঃ টন নির্ধারণ করা হয়েছে।

জেলার সর্বমোট ধান ১হাজার ১ শত ৪৭ মেঃ টন এবং চাল ১৭ হাজার ৫ শত ২৭ মেঃ টন। সরকার ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ১৮ টাকা, চালের প্রতি কেজির মূল্য ২৮ টাকা নির্ধারণ করেছেন। কিন্তু বর্তমান বাজারে ধান প্রতি কেজি ১২ টাকা, চাল প্রতি কেজি ২৩ টাকা বিক্রি হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ধান কৃষকের কাছ থেকে এবং চাল মিলারদের কাছ থেকে ক্রয় করার নিয়ম রয়েছে। কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের নিয়ম থাকলেও তা মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করা হচ্ছে বলে কৃষকরা অভিযোগ করেছে। ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

তথ্য সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১২ হাজার ১শত ৩১ মেঃ টন। তন্মধ্যে সদরে স্থানীয় প্রভাবশালী নেতারা ৫০০০ মেঃ টন চাল ক্রয়ের আদেশ তাদের হেফাজতে রেখে তা মিলারদের মধ্যে টন প্রতি ২ হাজার ৫ শত টাকা হিসাবে আগাম নগদ নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সহায়তায় বণ্টন করে দেয়া হয়েছে। এতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা তারা হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট একটি মহল।

অপরদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সুজা আলম সদর উপজেলা থেকে টন প্রতি ১ হাজার টাকা হিসাবে ৭ হাজার ১ শত ৩১ মেঃ টন চালের বিপরীতে ৭০ লাখ টাকা এবং অন্যান্য ৫টি উপজেলা থেকে ৫ হাজার ৩ শত ৯৬ মেঃ টন চালের বিপরীতে ৫৪ লাখ টাকা অত্র জেলা থেকে সর্বসাকুল্যে ১ কোটি ২৪ লাখ টাকা উৎকোচ হিসাবে তার দফতরের সহকারীর মাধ্যমে সংগ্রহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মিলারগণ সরকারের কাছে চাল বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হতে গেলে তখনই ওই দফতরের সহকারীর কাছে টন প্রতি ১ হাজার টাকা জমা দিয়ে চুক্তিবদ্ধ হতে হচ্ছে। তা না দিলে তাদেরকে নানা রকম হুমকী, ধামকী ও হয়রানী করা হচ্ছে। ফলে মিলারগণ টাকা পরিশোধে বাধ্য হচ্ছে। সদর গুদামের কর্মকর্তাগণও টন প্রতি ৫শত টাকা হারে উৎকোচ নেয়ার পর গুদামে চাল সংগ্রহ করছে। অন্যথায় বিভিন্ন রকম ওজর আপত্তি করে মিলারদের হয়রানী করছে। ফলে মিলাররা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

জেলার বিভিন্ন গুদামগুলিতে নিয়ম বহির্ভূতভাবে গম সংগ্রহ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে গম ক্রয় এর নীতিমালা থাকলেও তা না মেনে গম ব্যবসায়ীদের নিকট থেকে নিম্নমানের গম ক্রয় করা হয়েছে। ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে।

গত ১৯ জুন কুষ্টিয়া জেলার অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তাদের রেশন চাল অত্যন্ত নিম্নমানের ও পঁচা দুর্গন্ধযুক্ত পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর ঘেরাও করেন এবং অফিস চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। এ ঘটনায় কুষ্টিয়ার সর্ব মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুজা উদ্দিন জানান, ধান চাল সংগ্রহ অভিযানে কোন অনিয়ম করা হচ্ছেনা। উৎকোচের বিনিময়ে ধান-চাল সংগ্রহের অভিযোগও মিথ্যা বলে তিনি জানান।

বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী মহল।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

কুষ্টিয়ায় ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে গুড় | ব্যবস্থাপকের কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় আখেঁর গুড়ের সঙ্গে মানব দেহের জন্য ক্ষতিকারক ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও...

ভারতীয় সিরিয়াল ‘সিআইডি’ দেখে কুষ্টিয়ার ফুল ব্যবসায়ী আবু তৈয়ব হত্যার পরিকল্পনা

কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যার পর দ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে...