Thursday, March 28, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াবুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

Published on

৭১’র শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কুষ্টিয়ায় স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শনিবার সন্ধা ৬টায় কুষ্টিয়া পৌর সভার স্বাধীনতা চত্বরে মোমবাতি জালিয়ে নিরবতা পালনসহ দিবসটির তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শহীদুর রহমান, জেলা জাসদ সভাপতি হাজি গোলাম মহসিন, ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক হাফিজ সরকার, বাসদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, জেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী শরীফ বিশ্বাস, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী হাসান আলী, যুবনেতা মাহবুব হাসান, সাংস্কৃতিক সংগঠক কনক চৌধুরী, ফেয়ারের পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, ছাত্রনেতা রাশিব রহমান, জ্যোতি ফাউন্ডেশনের শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মদান ও দুইলক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা যুদ্ধের মূল মহা মানবের ভূমিকা পালনকারী পেশাজীবী ব্যক্তিত্বদের আত্ম বলিদানের ইতিহাসকে প্রতীয়মান করে রাখা হয়েছে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাক হানাদার বাহিনীর শত্রুদের পরাস্ত করে বিজয়ের লাল সূর্য যখন অত্যাসন্ন; ঠিক সেই মুহূর্তে পাক হানাদার বাহিনীর দেশীয় দোসর রাজাকার আলবদর আলশামস বাহিনীর হায়েনার দল দেশের শ্রেষ্ঠ সন্তানদের চিহ্নিত করে খুঁজে বের করে এনে নির্মম ও নৃশংসভাবে নির্বিচারে হত্যাকরে লাশগুলি বিভিন্ন স্থানে গুম করে ফেলে, যাতে স্বজনরাও শেষবারের মতো তাদের আপনজনকে দেখতে না পায়।

এঘটনার মাত্র দুইদিন পরই ১৬ ডিসেম্বর পাকসেনারা পরাস্ত হয়ে আত্ম-সমর্পণের মধ্য দিয়ে বিজয়ের লাল সূর্য উদিত হয়, প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্ম বলিদানের মধ্যদিয়ে অর্জিত এই স্বাধীনতা সেসব শহীদ বুদ্ধিজীবিদের আত্মা আজও কষ্ট পাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না পেয়ে। সে কারণে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবসে নতুন প্রজন্মের কাছে এই হত্যাকাণ্ডে জড়িত রাজাকার আলবদর আলসামস বাহিনীর শকুনদের বিচারের দাবিতে গড়ে উঠা এই সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...