Tuesday, April 23, 2024
প্রচ্ছদকুষ্টিয়ামিরপুরবিসিএস ক্যাডার হতে চাই কিন্তু উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায়, গরিব বর্গাচাষির ছেলে নাজমুল

বিসিএস ক্যাডার হতে চাই কিন্তু উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায়, গরিব বর্গাচাষির ছেলে নাজমুল

Published on

প্রত্যন্ত গ্রামের গরিব বর্গাচাষি পরিবারে জন্ম নাজমুলের। লেখাপড়ার খরচ চালাতে গিয়ে মাঠে দিনমজুরের কাজ করেছে সে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার কৃষক আজিজ হোসেন ও গৃহিনী নাসিমা খাতুনের ছেলে নাজমুল হক। হালসা ডিগ্রি কলেজ থেকে সে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

হতদরিদ্র কৃষক আজিজের এক ছেলে নাজমুল আর ছোট মেয়ে আরজিনা খাতুন। তাদের ঠিকমতো সংসার চলে না, তার ওপরে মেয়েটি প্রতিবন্ধী। মেয়েটি মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

ছেলের লেখাপড়ার খরচ চালাতে পারেনি তার পরিবার। তবে নাজমুল নিজের প্রচেষ্টায় এবং শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যায়। অদম্য ইচ্ছাশক্তি আর প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছে সে। অভাবের কারণে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছে।

নাজমুলের মা নাসিমা খাতুন বলেন, ‘সংসার ঠিকমতো না চললেও ছেলেকে উচ্চশিক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে। সে লেখাপড়া ভালো করছে। পড়াশোনার খরচ যোগাতে নাজমুল মাঠেও কাজ করতো এবং প্রাইভেট পড়াতো।

তিনি বলেন, ‘নাজমুল ভালো ফলাফলের জন্য তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। আমার ছেলের পড়ালেখার জন্য শিক্ষকরা অনেক সহযোগিতা করেছেন। বিনা পয়সায় তাকে প্রাইভেট পড়িয়েছেন। টাকার অভাবে তাকে আমরা বইও কিনে দিতে পারেনি।’

নাজমুল জানায়, ‘জীবনের লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা এবং পরিবারের কষ্ট দূর করা। ঢাকা বিশ্বাবিদ্যালয়ে পড়তে চাই। এজন্য প্রস্তুতি নিচ্ছি। তবে অর্থের অভাবে আমার পড়ালেখা হবে কিনা সেটাও জানি না।’

হালসা কলেজের উপাধ্যক্ষ জহিরু ইসলাম বলেন, ‘নাজমুল এ কলেজের গর্ব। সে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে হতদরিদ্র পরিবারের সন্তান। এ কলেজ থেকে তাকে বিভিন্ন সময়ে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। নাজমুলের পরিবারের কাছ থেকে সাধারণ কোনো পরীক্ষার ফি নেওয়া হতো না। এমনকি এইচএসসি পরীক্ষার ফি কলেজ কর্তৃপক্ষ বহন করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় সময় খোঁজ নিয়ে জানতে পারতাম নাজমুল কলেজে আসেনি। পরে জানতে পেরেছে লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য সে অন্যের বাড়িতে কামলা খাটতে গিয়েছে। তবে অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা মেধাবী মুখ নাজমুলের।’

এবছর যশোর শিক্ষা বোর্ডের অধিনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তিন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে নাজমুল একজন।

মো. জাহিদ হাসান জিহাদ
কুষ্টিয়া

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

টিউশনি করে গোল্ডেন এ প্লাস পেলেন কুষ্টিয়ার জমজ দুই বোন

সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। টিউশনি করে কোন রকমে সংসার চালাচ্ছেন...

ভারতীয় সিরিয়াল ‘সিআইডি’ দেখে কুষ্টিয়ার ফুল ব্যবসায়ী আবু তৈয়ব হত্যার পরিকল্পনা

কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যার পর দ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে...

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী বাজার থেকে ইয়াবাসহ টুটুল হোসেন (২২) ও তৌফিক রানা সিয়াম (২০)...