Thursday, March 28, 2024
প্রচ্ছদবাণিজ্যউদ্যোক্তাবিশ্বের বুকে সেরা সিইওদের তালিকায় ইগলু আইসক্রিমের সিইও

বিশ্বের বুকে সেরা সিইওদের তালিকায় ইগলু আইসক্রিমের সিইও

Published on

বিশ্বের বুকে সেরার তালিকায় জায়গা করে নেয়ার গৌরব অর্জন করেছেন দেশের অন্যতম শীর্ষ আইসক্রিম ব্র্যান্ড ইগলুর গ্রুপ প্রধান নির্বাহী (সিইও) জিএম কামরুল হাসান। তাকে ‘ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট সিইও ২০১৮-১৯’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিশ্বের সেরা ১০০ জন সিইওকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

দুবাইয়ের জে ডাব্লিও ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকভাবে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় ইউ ডাব্লিও জি মিডিয়া কনসাল্টিং পিএল এবং এশিয়া ওয়ান ম্যাগাজিন। এশিয়ার বেশ কয়েকটি দেশ ও গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে অবস্থিত সেরা প্রতিষ্ঠানের সিইওদের ওপর জরিপ চালিয়ে এ পুরস্কার ঘোষণা করা হয়।

এতে অন্তত ৫ হাজার সিইওর প্রোফাইল জমা পড়ে। সেখান থেকে বাছাই করে সেরা ১০০ জনকে নির্বাচিত করা হয়। এশিয়া ওয়ান একটি ম্যাগাজিন; যা সমগ্র এশিয়া এবং জিসিসি রিজিওন-এর সংবাদ ফিচার করে থাকে। এই বছর তারা পঞ্চমবারের মতো আয়োজন করে ‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স অ্যাওয়ার্ড’।

এশিয়ার বিভিন্ন দেশে ভোক্তাদের উপর যথাযথ গবেষণার মাধ্যমে ১৬টি ক্যাটাগরিতে তারা পুরস্কার প্রদান করে থাকে। আব্দুল মোনেম লি. এর অঙ্গপ্রতিষ্ঠান ও বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলুকে পুরস্কৃত করা হয় ‘ওয়ার্লড’স গ্রেটেস্ট ব্র্যান্ড ২০১৮-১৯’ হিসেবে। এফএমসিজি মার্কেটের ডেইরি ক্যাটাগরিতে ‘ইগলু আইসক্রিম’ বিশ্বের সেরা ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নেয়।

বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স অ্যাওয়ার্ড’-এ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে আব্দুল মোনেম লি.। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সার্ভিস ইঞ্জিন বিপিও-এর চেয়ারম্যান এ.এস.এম মহিউদ্দিন মোনেম ‘ওয়ার্লড’স গ্রেটেস্ট লিডার ২০১৮-১৯’ হিসেবে ভূষিত হন।

‘ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট সিইও ২০১৮-১৯’ এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু সেরা নির্বাচিত হয়েছেন জিএম কামরুল হাসান। এই অর্জন প্রসঙ্গে তিনি বলেন, অর্জন মানুষের মাঝে অনুপ্রেরণার যোগান দেয়। এটাও আমার ক্ষেত্রে একটি অনুপ্রেরণা। এটা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিলো। এজন্য আমি আব্দুল মোনেম লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাই। তারা আমাকে ইগলুর একজন কেয়ারটেকারের ভূমিকা পালন করার ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, এই অর্জনটা শুধু আমার ব্যক্তিগত পরিশ্রমের ফসল নয়, এটা আমার পুরো টিম, আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের ভোক্তা ও আমার পরিবারের সবার পরিশ্রমের ফল।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

রিক্সা ভাড়া দেওয়ার ব্যবসা থেকে শীর্ষ সোনা ব্যবসায়ী

আমিন জুয়েলার্স লিমিটেডএর চেয়ারম্যান। এছাড়াও প্রাইম ব্যাংকের ডাইরেক্টর। সোনার বংলা ইন্সুরেন্স এবং সিটি হাসপাতালের...

আবারও শীর্ষে ‘বিল গেটস’, নিঃস্ব হতে সময় লাগবে ২১৮ বছরের বেশি!

বাবা-মা চেয়েছিলেন বিল গেটস আইনজীবী হোক। কিন্তু বিল গেটস সারা দিন পড়ে থাকতেন কম্পিউটার...

অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় এক বাংলাদেশির নাম উঠে এসেছে। আশিক আহমেদ নামের এই...