Friday, March 29, 2024
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনবিদ্যুৎ বিভ্রাট : মধ্যরাতে ইবি ভিসির বাংলো ঘেরাও

বিদ্যুৎ বিভ্রাট : মধ্যরাতে ইবি ভিসির বাংলো ঘেরাও

Published on

বিদ্যুতের দাবিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ভিসির বাংলো ঘেরাও করে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ডাইনিং, আবাসন, পরিবহন সমস্যার কথাও তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থলে সহকারি প্রক্টর এ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছিরউদ্দীন আযহারী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আসাদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম উপস্থিত হন।

এসময় উপস্থিত শিক্ষকরা এ সমস্যা নিরসনে শিক্ষার্থীদের দাবি ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বরাবর লিখিতভাবে দিতে বলেন। পরে ১২টার দিকে শিক্ষার্থীরা শনিবারের মধ্যে সমস্যার সমাধান না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে হলে ফেরে।

এসময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার শিক্ষার্থীদের বলেন, শনিবারের মধ্যে আমরা বৈদ্যুতিক সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করব। তোমরা হলে ফিরে যাও।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ যায়। টানা পাঁচ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর রাত ১২টায় বিদ্যুৎ আসে।

আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষে জেনারেটরের ব্যবস্থা না থাকায় সন্ধ্যা থেকেই অন্ধকারের মধ্যে কাটাতে হয়। বেশ কয়েকটি বিভাগে শনিবার কোর্স ফাইনাল পরীক্ষা থাকায় বিপাকে পড়েন তারা। ফলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের বেশ কয়েকজন আবাসিক শিক্ষার্থী বলেন, সন্ধ্যা ৭টা থেকে ১২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ নেই। কাল আমাদের কোর্স ফাইনাল পরীক্ষা। শিক্ষাজীবনের পরীক্ষার আগের রাতে প্রস্ততিটাই আসল। অথচ সন্ধ্যা থেকে একবারের জন্যও টেবিলে বসতে পারিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাট, ডাইনিং ও পরিবহন সমস্যা চলে আসছে। প্রশাসনকে জানানোর পরও এর কোনো প্রতিকার হচ্ছে না। এ অচল অবস্থা চলতে থাকলে ক্যাম্পাস আন্তর্জাতিকীকরণের পথ হারাবে।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, কুষ্টিয়ার বটতৈল এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে যায়। সেটা রিপ্লেস করতে একটু সময়ও লেগে যায়। ফলে সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

এছাড়া জেনারেটরের ব্যাপারে তিনি বলেন, দুটি হলে লোড বেশি হওয়ায় বারবার সুইচ পড়ে যাচ্ছে। এটার সমাধান করতে হলে হয় লোড বাড়াতে হবে, না হয় রুমের কানেকশন বন্ধ করতে হবে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...

ছাত্রীর সঙ্গে অশ্লীল প্রেমালাপ ফাঁস: ইবি শিক্ষককে শোকজ | থানায় জিডি

ছাত্রীর সঙ্গে আপত্তিকর প্রেমালাপের অভিযোগের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে...