Friday, March 29, 2024
প্রচ্ছদদূর পরবাসবর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Published on

নিজস্ব প্রতিবেদক: ১৪ই জুলাই রোজ রবিবার নিউ ইয়ার্কের অদূরে প্রকৃতির নৈশর্গিক সৌন্দর্যে মোড়া পাহাড় আর ফুলে আ”ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যে নদ নদীর আবর্তিত নিউ ইয়ার্কের রক এভিনিউ স্টেট পার্কে “বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক”- এর উদ্যোগে দিনব্যাপি আয়োজন করা হয় বার্ষিক বনভোজন । সকাল ৮ টায় নিউইয়র্কের জ্যাক্সন হাইট্স, জ্যামাইকা, ব্রæকলীন ও ব্রঙ্কস থেকে ৪টি বাসযোগে এবং শহরের বিভিন্ন ¯স্হান থেকে প্রায় শতাধিক প্রাইভেট কারযোগে সংগঠনের সদস্য/সদস্যাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিগণ বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রার শুরুতে সকলের মধ্যে সকালের নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১১টায় সকলে বনভোজনের নির্ধারিত ¯২ নংপ্যাভেলিয়নে পৌঁছালে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় বনভোজন কমিটির আহবায়ক সংগঠনের সিনিয়র সহসভাপতি মো: ইকবাল ফারুকের সভাপতিত্বে শুরূ হয় ।পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে “বনভোজন ২০১৯” এর শুভ উদ্বোধন করেন যৌথভাবে যথাক্রমে সংগঠনের সভাপতি মো: মুনসুর আলম মুন্না এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ঊপোদেষ্টা সদস্য মো: জামিরুল ইসলাম উদ্বোধনী পর্বে কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বনভোজন কমিটির সদস্যবৃন্দ, সংগঠনের সকল আজীন সদস্য/সদস্যা সহ সাধারণ সদস্য/সদস্যা এবং আগত অতিথি করতালির মাধ্যমে উদ্বোধণী অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন। সংগঠনের এমন অভূতপূর্ব রঙিন আয়োজন দেখে অভিভূত উপস্হিত অনেকেই বলেন, ‘মনে হয়েছে আমরা নিজ জেলা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জেলাতে আছি’। যান্ত্রিক ও কায়িক পরিশ্রমের এই শহরে দির্ঘদিন পর একে অপরকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন। কেউ কেউ মেতে উঠেন সুখ-দুঃখের স্মৃতি রোমš’নের আলাপনে। কেউ-কেউ এদিক সেদিক ঘুরে ফিরে পার্কের সৌন্দর্য উপভোগ করেন। শিশু কিশোরদের বাঁধভাঙ্গা উ”ছাস ছিল চোখে পড়ার মত। বনভোজনে অংশগ্রহনকারী বয়স্করা বয়সের সীমাবদ্ধতা ভূলে প্রাণের উ”ছাসে মেতে উঠেন। সর্বস্তরের প্রবাসীদের উপস্হিতিতে বনভোজনটি ঈদের আনান্দে পরিনত হয়েছিল যেন একখন্ড বাংলাদেশ। এরই মাঝে প্রচন্ড গরমে বড ভাই খন্দকার আমিরুল ইসলামের সৌজন্যে একখন্ড ঠান্ডা তরমুজ দিয়ে সকলের প্রানে ঠান্ডার আবহ প্রবাহিত করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো: জগলুল হক শাহীন দফতর সম্পাদক মো: নূরূজ্জামান সিদ্দিীক মেহেদী হাসান মো: হজরোত আলী রাসেল শাহেদ চৌধুরী, মোঃ আলমগীর, সামিউল ইসলাম, মাজহারুল ইসলাম আজিম, মোঃ রহমান, মেহেদী হোসেন ভূঁইয়া, ফখরুল ইসলাম বাবুল, মোঃ জহিরুল হক সহ আয়োজকবৃন্দ। শিশু-কিশোরদের খেলাধূলার মাঝে বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করতে করতে মধ্যাহ্ন ভোজের সময় হয়ে যায়। এরই মাঝে ঊপোদেষ্টা সদস্য হাজী আলতাফ হোসেনেরএর ইমামতিতে যোহরের নামাজ আদায় করেন অনেকেই। দুপুর গড়াতেই পারসেস্টারের খাঁন বিরানী এর সু-স্বাধু খাবার দ্বারা উপস্হিত সকলকে তৃপ্তিভরে আপ্যায়িত করা হয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসী মো: সাজেদুর রহমান টেনটুর পরিবেশিত হরেক রকমের মুখরোচক খাবার খেয়ে সকলেই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে, এরমধ্যে ছিল রঙ-বেরঙের মিষ্টি পানের সমাহার। দুপুরের খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন সংগঠনের সৃষ্ট পিকনিক পরিচালনা সেচ্ছাসেবক সদস্যবৃন্দ যথাক্রমে- গিয়াস উদ্দিন রুবেল বাট, মোঃ বেল্লাল উদ্দিন, মোঃ আমিন মোর্শেদ, মোঃ আমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ খোরশেদ আলম, আঃ রহিম, মান্নান খান, ইসমাইল হোসেন সুমন, নোমান খান, হুমায়ুন, শাহালম, মাহমুদুর রহমান তানিম, রুবেল পারভেজ, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম টিপু, মোঃ রাজু, জুয়েল, জাকির, নেহাল হোসেন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সোলায়মান, মোঃ তাজুল ইসলাম, মোঃ মাসুম, ওমর ফারুক বাপ্পি প্রমুখের সমন্বয়ে। বনভোজনের বিশেষ আকর্ষন শিশু-কিশোর, বালক-বালিকা এবং পুরুষ ও মহিলাদের আকর্ষনীয় খেলাধূলা পর্ব। এপর্বে উপস্হিতি সকলেই প্রানখুলে বিভিন্ন ইভেন্টের খেলাধূলায় অংশগ্রহন করেন। খেলাধূলা পরিচালনায় ছিলেন সমিতির ক্রিড়া সম্পাদক মো: মেহেদী হাসান তাকে সহযোগিতা করেন আমির হোসেন বাবু, আলহাজ্ব সাহাব উদ্দিন, তছলিম উদ্দিন খান, আবুল হোসেন, মোঃ আলী, ফারহানা ইয়াসমীন প্রমুখ, ক্রিড়া ক্ষেত্রে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন খন্দকার মো: আমিরুল ইসলাম মো: ইকবাল কবির হাজী আলতাফ হোসেন প্রমুখ। বিকালে সংগঠনের পরিবেশনে উপস্হিতিতে আপ্যায়ন সসসসসকলকে আপ্যায়ন সম্পাদক মো: ওয়াহিদুর রহমান বিতোরন করেন ঝালমুড়ি ও চা এর মাধ্যমে আপ্যায়িত করা হয়। এর মাঝে উল্লেখ্য যে দিনব্যাপী সকলের মাঝে ঠান্ডা পানী, সোডা, বা”চাদের জন্য চিপ্স ও জুস বিতরণ ছিল বিরতীহীনভাব সিদীকির সৌজন্যে আগত সকল বা”চাকে সুন্দর-সুন্দর খেলনা দিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল খেলাধূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনাপর্ব। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সভাপতি মো: মুনুসুর আলম মুন্না ও সভা পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মো: সাদিক রহমান তাকে সহযোগিতা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসী মো: সাজেদুর রহমান টেন্টু । উক্ত সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম,সহসভাপতি মোঃ কামরূজ্জামান গূলু ,যুগ্ন সম্পাদক মোঃ হয়রত আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ জগলুল হক শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃমেহেদী হাসান,প্রচার প্রকাশনা সম্পাদক মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু ,দফতর সম্পাদক মোঃ নুরূজ্জামান সিদিকী,সহ দফতর সম্পাদক মোঃ রাজন মুল্লিক, মহিলা সম্পাদিকা বৈশাখী ইয়াসমিন,সহ মহিলা সম্পাদিকা ফারহানা নূরী, আাপ্যায়ন সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান তুষার, মোঃ আসরাফুল আলম বারেক,মন্জুর মো: মামুন রাসেল,কাদের ,মোঃ রূহুল ইসলাম, মোঃ আব্দুস সালাম ,মোঃ তৌহিদুর রহমান রিনটু

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি: সভাপতি রবিউল সম্পাদক বিদ্যুৎ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে...

সৌদি আরব থেকে গণহারে ফিরে আসছেন বাংলাদেশি শ্রমিকরা: নেপথ্য কারণ কি ‘ফ্রি ভিসা’

সৌদি আরব থেকে বিপুল সংখ্যায় দেশে ফিরে আসছেন বাংলাদেশি শ্রমিকরা। নির্যাতনের শিকার হবার অভিযোগ...

লেবাননে হৃদরোগে মারা গেলেন কুষ্টিয়ার এক রেমিট্যান্সযোদ্ধা

জীবন ও জীবিকার তাগিদে মাত্র এক বছর আগে প্রবাসে আসেন ফরহাদ মিয়া। জীবিকার যখন...