Thursday, March 28, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াপেঁয়াজ শূন্য কুষ্টিয়ার বাজার, আতঙ্কে বিক্রেতারা

পেঁয়াজ শূন্য কুষ্টিয়ার বাজার, আতঙ্কে বিক্রেতারা

Published on

প্রশাসনের ভয়ে পেঁয়াজ বিক্রি করছেন না কুষ্টিয়া পৌরবাজারের আড়তদার ও খুচরা বিক্রেতারা। দাম নিয়ে প্রশাসনের ভয়ে আড়তদারেরা পেঁয়াজ আনছেন না। আড়তদারের কাছ থেকে পেঁয়াজ নিয়ে খুচরা বিক্রেতারাও বিক্রি করছেন না। আজ শুক্রবার সরকারি ছুটির দিনে বাজারে ভিড় থাকলেও পেঁয়াজ কিনতে পারেননি অনেক ক্রেতা।

বিক্রেতাদের অভিযোগ, বাজারে পেঁয়াজ একেবারেই কম। তারপরও প্রশাসনের লোকজন এসে দাঁড়িয়ে থাকছেন। কেনা দামই পড়ছে কেজিপ্রতি ১৬১ টাকা। সেখানে ১৭০ টাকায় বিক্রি করলেও প্রশাসনের লোকজন চাপ দিচ্ছেন। তাই ভয়ে কেউ পেঁয়াজ বিক্রি করছেন না।

দুপুরে পৌরবাজার ঘুরে জানা গেল, পৌরবাজারে প্রতিদিনের পেঁয়াজের চাহিদা ৫০ মণের বেশি। সেখানে ৫ থেকে ৬ জন আড়তদার খুচরা বিক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করেন। শুক্রবার সকালে বাজারের একমাত্র আলী ভান্ডারের আড়তে পেঁয়াজ বিক্রি হয়। ওই আড়তে যৌথভাবে লিয়াকত আলী, শফিউদ্দীন ও আলাউদ্দিন তিনজন ব্যবসা করেন।

আলাউদ্দীন বলেন, সকাল সাতটায় বাজারের খুচরা বিক্রেতারা তাঁর আড়তে ভিড় করেন। আড়তে মাত্র ৪ বস্তায় মোট ২৪০ কেজি পুরাতন পেঁয়াজ আসে। প্রতি কেজি ১৬১ টাকায় তিনি বিক্রি করছিলেন। ১০টার দিকে একজন নির্বাহী হাকিম এসে ২ হাজার টাকা জরিমানা করেন। কয়েকজন খুচরা বিক্রেতা তাঁর কাছ থেকে পেঁয়াজ কিনে নিয়ে যান।

জরিমানার কাগজ দেখে জানা গেল, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৮ ধারায় তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ আড়তে মূল্যতালিকা টাঙানো ছিল না। তবে আলাউদ্দীন আড়তে টাঙানো তালিকা দেখিয়ে এই প্রতিবেদককে বলেন, ‘ভোর থেকেই মূল্যতালিকা টাঙানো ছিল। তবে আমার কাছে পেঁয়াজ কেনার চালান দেখতে চেয়েছিলেন, সেটা দেখাতে পারিনি।’

নির্বাহী হাকিমের তৎপরতা দেখে অনেক খুচরা বিক্রেতা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন। এ ছাড়া বাজারে আর কোনো পেঁয়াজ না থাকায় বিক্রিও বন্ধ হয়ে যায়। দুপুর ১২টায় বাজার ঘুরে আরও দেখা গেল, সবজি বিক্রেতাদের কাছে সব ধরনের সবজি, রসুন, আদা থাকলেও পেঁয়াজের ডালা খালি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচরা বিক্রেতা বলেন, প্রশাসনের চাপাচাপির কারণে কেউ ঝুঁকি নিচ্ছে না। পুরাতন পেঁয়াজ ১৭০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছিল। নতুন পেঁয়াজ ১৫০ টাকা কেজি। পেঁয়াজ আমদানিও নেই।

একজন বিক্রেতা বলেন, বৃহস্পতিবার কেজিপ্রতি ১৪০ টাকায় বিক্রি করেছিলেন তিনি। শুক্রবার সকালে যেটুকু পেঁয়াজ পেয়েছিলেন, সেটার দাম পড়ছিল ১৭০ টাকা। বেশি দামে বিক্রি করলে প্রশাসন জরিমানা করতে পারে, এ জন্য ঝুঁকি না নিয়ে বিক্রি করছেন না।

দুপুরে খুচরা বাজার ঘুরে মাত্র একজনের কাছে দুই কেজি পেঁয়াজের দেখা মেলল, সেটার মান ভালো না। বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনে কোনো বিক্রেতাই কম দামে পেঁয়াজ বিক্রি করতে রাজি হচ্ছে না। বরং পেঁয়াজ বাদ দিয়ে অন্য পণ্য বিক্রি করা ভালো। এতে ঝামেলামুক্ত থাকা যাচ্ছে।

জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আজ বাজারে পেঁয়াজ খুবই কম ছিল। যেটুকু ছিল সেটা শেষ হয়ে যায়। তবে সমস্যা নেই, সন্ধ্যার মধ্যে বাজারে পেঁয়াজ ঢুকবে। সূত্র- প্রথম আলো

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...