Friday, April 19, 2024
প্রচ্ছদখুলনা বিভাগচুয়াডাঙ্গাপরকীয়ার জেরে নাতির পুরুষাঙ্গ কেটে দিলেন দাদি!

পরকীয়ার জেরে নাতির পুরুষাঙ্গ কেটে দিলেন দাদি!

Published on

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবিবাহিত নাতি মানিকের (২৭) সাথে পরকিয়া প্রেমে মত্ত দাদি প্রবাসির স্ত্রী দু’সন্তানের জননী স্ত্রী শখের বানু (৩০) নাতির বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে রাতে নিজের শয়ন কক্ষে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া গ্রামে। রাতেই গুরুতর রক্তাক্ত অবস্থায় নাতি মানিককে আলমডাঙ্গা শেফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কর্তিত পুরুষাঙ্গে ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। মানিক পাইকপাড়া গ্রামের আলমঙ্গীর আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের সাজ্জাদ আলী দু’সন্তানসহ স্ত্রী শখের বানুকে রেখে ১১ মাস আগে বিদেশে পাড়ি জমায়। এই সুযোগে স্ত্রী শখের বানু নাতি সম্পর্কের প্রতিবেশি যুবক মানিকের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

তারপর থেকে নাতি মানিক ও দাদি শখের বানু শারীরিক সম্পর্ক লিপ্ত হয়। এরই মাঝে দিন কয়েক আগে প্রেমিক নাতি মানিকের মতামতের ভিত্তিতে পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। এতে ক্ষিপ্ত হয় অবৈধ প্রেমে লিপ্ত দু’সন্তানের জননী স্ত্রী শখের বানু।

নিজের রাগ-ক্ষোভ প্রকাশ না করে দাদি পরকিয়া প্রেমিক নাতি মানিককে আমন্ত্রণ জানান তার শয়ন কক্ষে। দাদির আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার দিনগত রাত ১১ দিকে প্রেমিক নাতি উপস্থিত হয় শয়ক কক্ষে। দাদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রেমিক নাতিকে উত্তেজিত করে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গে পোস মারেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হন প্রেমিক নাতি। তার অবস্থা বেগতিক হলে নাক-লজ্জ্বার মাথা খেয়ে চিকিৎসার জন্য আলমডাঙ্গার শেফা ক্লিনিকে ভর্তি করা হয়।

ক্লিনিকসূত্রে জানা যায়, মানিকের কর্তিত পুরুষাঙ্গে মোট আটটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, বিষয়টি আমি শুনেছি। কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

ঘটনাটি এখন এলাকার মুখরোচক কাহিনি হয়ে ছড়িয়ে পড়েছে। 

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে  চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কাওছার আলী শাহ (৬৫) নামে এক...

করোনা: চুয়াডাঙ্গায় ৩ পুলিশ সদস্যসহ নতুন করে আক্রান্ত ৭

চুয়াডাঙ্গায় নতুন করে ৩ পুলিশসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ...

চুয়াডাঙ্গায় ওসিসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত), তিন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই সদস্যসহ নতুন করে...