Thursday, March 28, 2024
প্রচ্ছদকুষ্টিয়াকুমারখালীপদ্মার ভাঙন থেকে যেকোনো মূল্যে রবীন্দ্র কুঠিবাড়িকে রক্ষা করা হবে : পানি...

পদ্মার ভাঙন থেকে যেকোনো মূল্যে রবীন্দ্র কুঠিবাড়িকে রক্ষা করা হবে : পানি সম্পদ সচিব

Published on

যেকোনো মূল্যে পদ্মার ভাঙন থেকে কুষ্টিয়ার রবীন্দ্রনাথের কুঠিবাড়িকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

কুমারখালী উপজেলার কালোয়া খাঁপড়া ভাঙন এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব একথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের কবির বিন আনোয়ার বলেন, পদ্মায় পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে পদ্মার তীর ও কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধের প্রায় দেড়শ মিটার ব্লক বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে গ্রামের দিকে পানি ধেয়ে গেছে প্রায় ৩০ মিটার। কয়েকটি বাড়িও তলিয়ে গেছে। ৩ সেপ্টেম্বর দুপুরে কুমারখালী উপজেলার কালোয়া খাঁপাড়া এলাকায় সদ্য নির্মিত পদ্মা নদীর ব্লক বাঁধে ভাঙন দেখা যায়। এতে প্রায় ৫০ মিটার তলিয়ে যায়। গত শনিবার রাত দুইটার দিকে আবারও ভাঙন শুরু হয়। প্রায় ১০০ মিটার জুড়ে ব্লক বাঁধ ভেঙে তলিয়ে যায়। রাতে ঘটনাস্থল পরিদর্শনের সময় সচিব কবির বিন আনোয়ার ও পাউবোর মহাপরিচালক মাহফুজুর রহমান স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পানি সম্পদ সচিব বলেন, পদ্মার পানির স্রোত প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে তিন মিটার বা ১০ ফুটের বেশি। প্রাকৃতিক ধাক্কাতেই বাঁধ ভেঙেছে, বাঁধের নকশায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। আপাতত বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানো হবে প্রধান কাজ। পানি বাড়ার সময়ও বাঁধ ভাঙে, কমার সময়ও ভাঙে। পদ্মা, যমুনা, মেঘনা অনেক সময় অনিশ্চিত আচরণ করে। এখানে যেটুকু ভেঙেছে, সেটাকে সুরক্ষা দেয়া হবে। যেকোনো মূল্যের বিনিময়ে নিজেরা থেকে হলেও কুঠিবাড়িকে রক্ষা করা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

সচিব বলেন, পানি কমার পর এখানে পৃথক প্রকল্প নিয়ে বাঁধ নির্মাণ করা হবে। সেটা করতে হয়তো দু-এক মাস সময় লাগতে পারে। তবে এখন থেমে থাকা হবে না। কাজ করে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার সোহেল রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান, শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম, শিলাইদহ ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন খান প্রমুখ।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

কুষ্টিয়া কুমারখালী | পোড়া কয়লা বিক্রি করে ভাগ্য বদল, মাসে আয় দুই লাখ

জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন গাছের কাঠ। এই কাঠ পুড়েই হয় কয়লা। আর...