Tuesday, April 23, 2024
প্রচ্ছদবাংলাদেশচট্টগ্রাম বিভাগধর্ষণে অভিযুক্ত কোচিং সেন্টার মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ধর্ষণে অভিযুক্ত কোচিং সেন্টার মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Published on

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ‘হাত-পা বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণের’ মামলার আসামি কোচিং সেন্টারের মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন র‍্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাশকুর রহমান।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি উপজেলার উত্তর আমিরাবাদ এলাকার পূর্ব মুহুরীপাড়ার বাসিন্দা। গত ১৫ এপ্রিল উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সাইফুল ইসলাম আসামি ছিলেন। তিনি সৃজনশীল কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। পাশাপাশি তিনি নিজেও সেখানে পড়াতেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন সকালে গণমাধ্যমকে বলেন, ‘ভোরে র‍্যাবের একটি দল ধর্ষণ মামলার আসামি সাইফুলকে আটক করতে অভিযান চালায়। তখন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল নিহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, ২৪টি কার্তুজ উদ্ধার করেছে বলে র‍্যাব পুলিশকে জানিয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’

মামলার এজাহারে ওই স্কুলছাত্রীর মা ‘ধর্ষণের’ ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘গত ১১ এপ্রিল আমি বিশেষ কাজে আমার বড় মেয়ের শ্বশুরবাড়িতে যাই। ১২ এপ্রিল সকাল ৮টার দিকে সাইফুল ইসলাম আমাকে ফোন করে। আমি কোথায় জানতে চাইলে বলি, বড় মেয়ের শ্বশুরবাড়িতে আছি।’

‘এরপর সাইফুল আমাদের ঘরে এসে আমার মেয়েকে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় আমার মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সাইফুল পালিয়ে যান। পরে মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,’ অভিযোগ করা হয় মামলায়।

স্কুলছাত্রীর মা আরো বলেন, ‘দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর ১৮ এপ্রিল আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসি। এরই মধ্যে ১৫ এপ্রিল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সহযোগিতায় লোহাগাড়া থানায় মামলা করি।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

চট্টগ্রামের সাংসদ মোছলেম উদ্দিন স্ব-পরিবারে করোনায় আক্রান্ত

বর্ষীয়ান রাজনীতিক এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ নভেল করোনাভাইরাসে আক্রান্ত...

মালয়েশিয়া বলে সোনাদিয়া দ্বীপে রেখে পালাল দালালরা

সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার চুক্তিতে ৪১ জন রোহিঙ্গাকে ট্রলারে তোলে দালাল চক্র। ট্রলারে...

পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ!

পরিত্যক্ত সব কিছুই ফেলনা নয়। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে একথাটি আবারো...