Saturday, May 11, 2024
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনঢাবিতে ‘নিয়ম বহির্ভূত ভর্তি’র প্রতিবাদে বিক্ষোভে ছাত্রলীগের হামলা

ঢাবিতে ‘নিয়ম বহির্ভূত ভর্তি’র প্রতিবাদে বিক্ষোভে ছাত্রলীগের হামলা

Published on

‘নিয়ম বহির্ভূত ভাবে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মধ্যে ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আসিফ মাহমুদ নামের এক শিক্ষার্থীর চোখের নিচে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, মুহসীন হলে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) হওয়া মেহেদী হাসান মিজানের নেতৃত্বে এ হামলা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। মিজান ডাকসুর সহসাধারণ সম্পাদক ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের অনুসারী।

সাদ্দামের নির্দেশে তাঁর অনুসারীরা এ হামলা করে বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। যদিও সাদ্দাম অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলন ও কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা ব্যবসায় শিক্ষা অনুষদে স্মারকলিপি দিতে যান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চার দফা দাবিতে স্মারকলিপি দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের মারধর শুরু করলে তাঁরা সেখান থেকে চলে আসেন।

এতে কোটা সংস্কার আন্দোলন ও বাম সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা প্রক্টর কার্যালয়ে অবস্থান করছেন।

এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, ‘আমরা ভিসি কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর আগে থেকে হামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলার সঙ্গে জড়িতরা সাদ্দামের অনুসারী।’

অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন সংগীত বিভাগের আসিফ মাহমুদ, ব্যবস্থাপনা বিভাগের ওমর ফারুখ এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. আরিফুর রহমান যুবরাজ। তাঁরা সবাই সূর্য সেন হলের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের অনুসারী বলে এনটিভি অনলাইনের কাছে স্বীকার করেন।

অভিযোগের বিষয়ে মুহসীন হলের জিএস মেহেদী হাসান মিজান বলেন, ‘আমি এই হামলার সঙ্গে জড়িত নই। ব্যক্তিগত কাজে আমি হলের প্রভোস্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে এ হামলা হয়েছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...

ছাত্রীর সঙ্গে অশ্লীল প্রেমালাপ ফাঁস: ইবি শিক্ষককে শোকজ | থানায় জিডি

ছাত্রীর সঙ্গে আপত্তিকর প্রেমালাপের অভিযোগের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে...