Friday, March 29, 2024
প্রচ্ছদবিশ্বজাতিসংঘজাতিসংঘ তদন্ত কমিশন সদস্য হলেন সারা হোসেন

জাতিসংঘ তদন্ত কমিশন সদস্য হলেন সারা হোসেন

Published on

বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ তদন্ত কমিশন সদস্য নির্বাচিত হয়েছেন।

ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনে বিক্ষোভ চলাকালে সামরিক আক্রমণে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তা তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। সারা হোসেন এই কমিশনে স্থান পেয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রেসিডেন্ট ভোজিস্লাভ সুক (স্লোভেনিয়া) বুধবার এই কমিশন গঠনের ঘোষণা দেন। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড মাইকেল ক্রেন (যুক্তরাষ্ট্র)। কমিশনের অন্য সদস্য হলেন কারি বেত্তি মুরুং (কেনিয়া)।

এই কমিশনকে আগামী সেপ্টেম্বর মাসে হিউম্যান রাইটস কাউন্সিলের ৩৯ তম অধিবেশনে মৌখিকভাবে তাদের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আর ২০১৯ সালের মার্চে কাউন্সিলের ৪০ তম অধিবেশনে কমিশনের চূড়ান্ত লিখিত প্রতিবেদন দিতে হবে।

মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে এক বিশেষ অধিবেশনে পশ্চিম জেরুজালেম, গাজাসহ দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক প্রতিবাদ সমাবেশে সামরিক হামলা চালানোর ফলে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক স্বাধীন কমিশন প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। এই কমিশন বেসামরিক প্রতিবাদ সমাবেশে সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে সব ধরণের সহিংসতার অভিযোগ এবং আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের লঙ্ঘনের তদন্ত করবে।

ব্যারিস্টার সারা হোসেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ইতোমধ্যে আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কোরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতকে সহায়তা দিতে ২০১৬ সালে যেই দুই বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, তাদের একজন ছিলেন সারা হোসেন।

একই বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সাল থেকে তিনি জাতিসংঘের ভলান্টারি ফান্ড ফর ভিক্টিমস অব টর্চারের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুনসী মো: সাজেদুর রহমান টেনটু

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

জাতিসংঘে পিচ কিপিংয়ে আরো বেশি সংখ্যক নারী সদস্য প্রয়োজন

নিউ ইয়ার্ক প্রতিনিধি মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু - জাতিসংঘে পিচ কিপিং মিশনে বাংলাদেশ এখন...

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন শুরু ১৮ সেপ্টেম্বর যোগ দিচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ

নিউ ইয়ার্ক প্রতিনিধি মুনসী মোঃ সাজেদুর রহমান টেনটু জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে আগামী...

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে উন্মুক্ত ব্রিফিং

নিউ ইয়ার্ক প্রতিনিধি মুনসী মোঃ সাজেদুর রহমান জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থাসমূহকে রাখাইন প্রদেশে বাধাহীন...