Friday, March 29, 2024
প্রচ্ছদখুলনা বিভাগচুয়াডাঙ্গাচুয়াডাঙ্গা দামুড়হুদা হতে চুরি হওয়া ইজিবাইক কুষ্টিয়া থেকে উদ্ধার, আটক- ৫

চুয়াডাঙ্গা দামুড়হুদা হতে চুরি হওয়া ইজিবাইক কুষ্টিয়া থেকে উদ্ধার, আটক- ৫

Published on

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজারহাটি গ্রামের সাব্বির হোসেনের ইজিবাইক দামুড়হুদা জয়রামপুর হাইস্কুলের সামনে থেকে চুরি হওয়া ইজিবাইক কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার বেলা আড়াইটার দিকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন হাজরাহাটি গ্রামের আশাদুলের ছেলে সুমন (২০), একই গ্রামের হাফিজুরের ছেলে রাফিজ (১৮), ভেড়ামারা থাানার আড়াকান্দি গ্রামের তৌহিদুল মণ্ডলের ছেলে শাকিল (২৫), একই গ্রামের হাফিজুরের ছেলে মামুন (২৫) ও কবেদ মণ্ডলের ছেলে আনারুল (৪০)।

জানাযায়, ১১ মে চুয়াডাঙ্গা জেলার হাজারহাটি গ্রামের রবিউলের ছেলে সাব্বির হোসেন তাঁর ইজিবাইকটি নিয়ে ভাড়া মারতে বের হন। একই গ্রামের আশাদুলের ছেলে সুমন জয়রামপুর যাওয়ার কথা বলে সাব্বিরের ইজিবাইক ভাড়া করে নিয়ে যান। পথের মধ্যে জয়রামপুর হাইস্কুললের সামনে পৌঁছালে সুমন ইজিবাইক থামিয়ে সাব্বিরকে বলে গাড়ি এখানে থাক চল ওপাশ থেকে একটু ঘুরি আসি। এ সুযোগে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সুমনের ঠিক করা চোরেরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে সাব্বির এসে দেখেন তাঁর ইজিবাইক নেই। অনেক খোঁজাখুঁজি করে ইজিবাইক না পেয়ে ওই দিনই সাব্বিরের মা ময়না খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন।

মামলার পর দামুড়হুদা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে এসআই কামরুর হাসান, এসআই জিয়াউর রহমান ও এএসআই লিয়াকত আলী ফোর্স নিয়ে হাজরাহাটি গ্রামের আশাদুলের ছেলে সুমন ও হাফিজুরের ছেলে রাফিজকে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যমতে কুষ্টিয়ার ভেড়ামারা থাানার আড়াকান্দি গ্রামের তৌহিদুল মণ্ডলের ছেলে শাকিল, হাফিজুরের ছেলে মামুন ও কবেদ মণ্ডলের ছেলে আনারুলকে আটক করে পুলিশ।

পরে মামুনের বাড়ি তল্লাশি করে ইজিবাইকটি উদ্ধার করে পুুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে। আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জাানান, ‘এমন চুরির ঘটনার অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অভিযানে প্রথমে চুয়াডাঙ্গা হাজরাহাটি থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা থানার আড়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধারসহ আরও তিনজনকে আটক করা হয়। আটক চোরদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে  চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কাওছার আলী শাহ (৬৫) নামে এক...

করোনা: চুয়াডাঙ্গায় ৩ পুলিশ সদস্যসহ নতুন করে আক্রান্ত ৭

চুয়াডাঙ্গায় নতুন করে ৩ পুলিশসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ...

চুয়াডাঙ্গায় ওসিসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত), তিন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই সদস্যসহ নতুন করে...