Thursday, March 28, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়া ভেড়ামারায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া ভেড়ামারায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

Published on

কুষ্টিয়ার ভেড়ামারায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক গৃহবধূ মারা গেছেন।

আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর মৃত্যু হয়।

গৃহবধূর নাম রিনা খাতুন (২১)। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন বলেন, রিনা খাতুন তিন দিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান জানান, গেল রোববার দুপুরে মিনা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়। গতকাল সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও মিনা খাতুন সেখানে যায়নি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ওই গৃহবধূর অবস্থা জটিল ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলেও তিনি সেখানেই ছিলেন। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া একই উপজেলার বাহাদুরপুর এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মশা নিরোধে স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা কাজ করছেন।

কুষ্টিয়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। এর আগে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের জ্যোৎস্না খাতুন (৫৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান।

বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৫২ রোগী ভর্তি আছে। তাদের বেশির ভাগই দৌলতপুর উপজেলার বাসিন্দা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোসা. নুরুন নাহার বেগম জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত রয়েছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...