Thursday, March 28, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ায় ৬দিন ধর্মঘটের পর গাড়ি চলাচল শুরু

কুষ্টিয়ায় ৬দিন ধর্মঘটের পর গাড়ি চলাচল শুরু

Published on

কুষ্টিয়া থেকে সব সড়কপথে ছয় দিন পর গাড়ি চালাতে শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। আজ শুক্রবার সকাল থেকে তাঁরা সড়কে গাড়ি চালাচ্ছেন। বাসমালিক ও শ্রমিকনেতারাও গাড়ি চালানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার থেকে কোনো ধরনের ঘোষণা না দিয়েই হঠাৎ করে গাড়ি চালানো বন্ধ করে দেন শ্রমিকেরা। এতে গত ছয় দিন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এ ব্যাপারে আজ সকালে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল হক মুঠোফোনে বলেন, তিনি ঢাকাতে তাঁদের কেন্দ্রীয় কমিটির সভায় আছেন। তবে সব সড়কপথে গাড়ি চলছে বলে তিনি নিশ্চিত করেন।

বাসমালিক সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, আর কোনো ঝামেলা নেই। শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন।

সকালে চৌড়হাস ও মজমপুর এলাকায় গিয়ে দেখা যায়, খুলনা, রাজশাহীসহ আন্তজেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ীর সব সড়কপথে বাস চলছে। ঢাকাগামী দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে।

মজমপুর বাস ডিপোতে সকাল ১০টায় গিয়ে সড়কের এক পাশে শ্রমিকদের জটলা দেখা যায়। সেখানে শ্রমিকনেতাদের সঙ্গে তাঁদের কথাবার্তা হচ্ছে।

শ্রমিকেরা নেতাদের জানান, সড়কে কোনো ঝামেলা হলে এর দায় কোনোভাবেই কোনো শ্রমিক নেবেন না। এ সময় এক শ্রমিকনেতা তাঁদের উদ্দেশে বলেন, গাড়ি ও শ্রমিকের কাগজপত্র ঠিক থাকলে কোনো সমস্যা নাই। বাকি দায়িত্ব মালিকপক্ষ নেবে। সূত্র- প্রথম আলো

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...