কুষ্টিয়ায় গুড়ের কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় সৌখিন সাহার একটি গুড়ের কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী।
তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় ওই কারখানায় কেমিক্যাল, চিনি, ডালডা, গুড় মিশিয়ে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তৈরী করছিলো ভেজালগুড়।কারখানার পাশের একটি গোডাউনে গিয়ে চোখ কপালে উঠার মতো অবস্থা! গুড়ের কারখানায় চিনির গোডাউন! ১২৫ বস্তা চিনি, ১৫ বস্তা আটা ও ৩৪ কোলা গুড় একটি ঘুটঘুটে অন্ধকার কক্ষে রাখা হয়েছে! সেসব গুড়ের মধ্যে পোকা কিলবিল করছিলো।
এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারায় গুড়ের কারখানা মালিক সৌখিন সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসকের নির্দেশনায় কুষ্টিয়াতে ‘ভেজাল রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন, র্যাব-১২ এবং জেলা আনসারের এর সদস্য উপস্থিত ছিলেন।
Discussion about this post