Thursday, April 18, 2024
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ার ঈদের বাজার এবার মন্দা

কুষ্টিয়ার ঈদের বাজার এবার মন্দা

Published on

আজ বাদে কাল পবিত্র কোরবানির ঈদ। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদের এই খুশিকে ভাগাভাগি করে নিতে সকলের মাঝেই বিরাজ করে ভিন্ন এক আমেজ। যদিও এ ঈদে প্রধান লক্ষ্য হচ্ছে পশু কোরবানি দেয়া, তারপরেও এই ঈদকে ঘিরেও ঈদের পোশাক কেনাকাটা করা হয়।

এস এম জামাল, কুষ্টিয়া:– নতুন কাপড় ছাড়া যেন ঈদের আনন্দই মাটি। হোক খুব দামি কিংবা স্বল্প দামি। আর এই পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে ঈদের বাজার জমে না ওঠায় হতাশ হয়ে বসে আছেন ব্যবসায়ীরা।

ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় ব্যবসায় মন্দা চলছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

সরেজমিনে কুষ্টিয়ার শহরের এনএস রোড, বঙ্গবন্ধু সুপার মার্কেট, পরিমল শপিং কমপ্লেক্স, রজব আলী সুপার মার্কেট, লাভলী শপিংমলসহ বড়বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ঈদের কেনাকাটায় শহরের মার্কেট ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আগমন নেই বললেই চলে। কিছু ক্রেতা পাওয়া গেলেও বিত্তবান পরিবার ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে অনেকাংশেই কম।

এ ব্যপারে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর সহসভাপতি ও শহরের অন্যতম ব্যবসায়ী নীডস টেইলার্সের মালিক এস এম কাদেরী শাকিল বলেন, ‘আমাদের ব্যবসাতে একেবারেই মন্দা চলছে। এই ঈদে একেবারেই ক্রেতা কম। তবে আমাদের মূল বেচাকেনা হয়ে থাকে ঈদুল ফিতরের সময়ে। কারণ এই ঈদে সকলেই কোরবানির পশু নিয়েই ব্যস্ত থাকে।’ 

তবে এনএস রোডের অঙ্গশোভায় গিয়ে দেখা যায় সেখানে ক্রেতাদের বেশ সমাগম। দেশি-বিদেশী থ্রী পিসসহ মসলিন কাপড় ও থানের কাপড়ের চাহিদাই বেশি লক্ষ্য করা গেছে। অঙ্গশোভা কতৃপক্ষ জানান, বছরের সবসময়ই দোকানে ক্রেতা সমাগম লেগেই থাকে। তবে এবারে কোরবানির ঈদের কারনে সুতির থ্রী পিস ও থান কাপড়ের চাহিদা একটু বেশি।   

এনএস রোডের কাপড় ব্যবসায়ী কাউছার জানান, মার্কেটের ভালো চাহিদা রয়েছে। কারণ এই কোরবানির ঈদে বেশীরভাগ মানুষই সাধারণ কাজের মধ্যেই পোশাক পরে থাকে। এবার সুতি থ্রিপিসের চাহিদা বেশি। কারন হিসেবে তিনি বলেন, ‘কোরবানির ঈদে বিশেষ করে গৃহিনীরা রান্নার কাজে বেশি ব্যস্ত থাকবে, তাই এবারে বেশি জাঁকজমক পোশাক ও ব্যয়বহুল পোশাকের দিকে আগ্রক নেই গ্রাহকদের।’

এছাড়াও শহরের পরিমল শপিং কমপ্লেক্স’র অভিজাত রেডিমেট মার্কেটের পোশাক বিক্রেতা শাহরিয়া ইমন বলেন, ‘এখন এমনিতেই বেচাকেনা তেমন একটা নেই। তবে ঈদুল ফিতরের চেয়ে কম দামেই পোশাক বিক্রি করছি।’ কারণ হিসেবে বলেন, বেশির ভাগেরই ঝোঁক কোরবানির পশুর দিকে তাই।

এদিকে নাম জানাতে অনিচ্ছুক একজন নারী ক্রেতা বলেন, ‘কোরবানী ঈদ ঘনিয়ে আসলেও ঈদের কেনাকাটায় আমরা তেমন একটা উৎসাহী না। কোরবানি দেওয়াই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শুধুমাত্র ছেলে মেয়ের জন্য পাঞ্জাবী  কিনেছি। এছাড়া মেয়ের জন্য কামিজ-পাজামার কাপড় কিনে দর্জির কাছে তৈরী করতে দিয়েছিলাম।’ 

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...