Thursday, April 25, 2024
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনইবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ৫ম ও ৬ষষ্ঠ তলা সম্প্রসারন প্রকল্পের উদ্বোধন

ইবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ৫ম ও ৬ষষ্ঠ তলা সম্প্রসারন প্রকল্পের উদ্বোধন

Published on

মোঃ তামজীদুল হক ফাহিম, ইবি প্রতিনিধি:- ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ভবনের ৫ম ও ৬ষষ্ঠ তলা উর্দ্ধমুখী সম্প্রসারন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে ভবনের চতুর্থ তলার ছাদে এ প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল লতিফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. অরবিন্দ সাহা, সিন্ডিকেট সদস্য ড. জাকারিয়া রহমান, সাবেক প্রক্টর ড. মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান খান টুটুল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এম এইচ আলী হাসান প্রমুখ।

এইচ এম আলী হাসানের সঞ্চালনায় এসময় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং একাডেমিক উন্নয়ন প্রকল্পের যে বাজেট বা মেগা বাজেট আমরা পেয়েছি তা দৃশ্যমান বাস্তবতা। বিশ্ববিদ্যালয়ের যত গুলো প্রজেক্ট রয়েছে মোট সাতটি প্রজেক্টের মধ্যে বাকি ছয়টি প্রজেক্টে যত অর্থ হয় তার পাঁচ গুণেরও বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন বর্তমান সরকার। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আমাকে পছন্দ করেন বা না করেন ‘আমায় নহে গো, ভালোবাস শুধু, ভালোবাস মোর গান’। আমার যে কাজ গুলো রয়েছে যদি আপনারা পছন্দ করেন তাহলে এই বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে অবকাঠামোভাবে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষমান। এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের স্বার্থে সবাই সচেতন থাকতে হবে এর সকল প্রতিকুলতা অতিক্রম করে এই মেগা প্রকল্প যথাযথভাবে এবং যথাসময়ে শেষ করা হবে বলে তিনি আশাবাদী।

প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান খান টুটুল বলেন, এই উর্দ্ধমুখী প্রকল্পের বাজেট ৯ কোটি ৬০ লক্ষ টাকা। এতে ২ টি লিফট স্থাপন করা হবে। আশা করি ২ বছরের মধ্যে কাজটি শেষ করতে পারব। প্রকল্পের এই কাজটি পেয়েছে সনেস্ক ইন্টারন্যাশনাল। ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের মধ্যে ৯ টির টেন্ডার সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন। আশা করি আগামী ৫/৬ মাসের মধ্যে বাকি গুলোরও টেন্ডার সম্পন্ন হবে। এর মধ্যে ৩ টি ছাত্র হল ও ২ টি ছাত্রী হল নির্মান করা হবে যাতে প্রায় ৩ হাজার ছাত্র ও আড়াই হাজার ছাত্রী থাকতে পারবে। এছাড়াও শিক্ষক কর্মকর্তাদের জন্য ফ্লাট নির্মান করা হবে যেখানে ৪০ টি পরিবার থাকতে পারবে। ইবি ল্যাবঃ স্কুলকে কলেজে উন্নতি করা হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. অরবিন্দ সাহা বলেন, ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের মধ্যে আমাদের প্রকল্প যুক্ত করায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপাচার্য মহোদয়কে এবং আশাবাদ ব্যক্ত করি যাতে অতিদ্রুত সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন করা যায়।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...