মোহাম্মদ তামজীদুল হক ফাহিম, ইবি প্রতিনিধি:- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে প্রথম বর্ষে আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভর্তি আবেদনের কার্যক্রম। আগামী ১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ কুষ্টিয়া২৪.নিউজ কে জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনকারীগন প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্তসমূহ যথাযথভাবে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.iu.ac.bd/admission) ১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত আবেদন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের আটটি পৃথক অনুষদের অধীনে মোট ৩৪ টি বিভাগে ২ হাজার ৪৬৬ টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। A,B,C ও D এই চারটি ইউনিটের অধীনে ৮০ নম্বরের এ পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক অংশ থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে।
ডাচ বাংলা ব্যাংকের মোবাইল সেবার (রকেট) মাধ্যমে A ইউনিটের জন্য ৫০০ টাকা, B ইউনিটের জন্য ১৬০০ টাকা, C ইউনিটের জন্য ৮০০ ও D ইউনিটের জন্য ১৩০০ টাকা প্রদানপূর্বক আবেদন করা যাবে।
আবেদন শেষে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে এবং ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী বিভাগসমূহের অধীনে কিছুসংখ্যক বিদেশী শিক্ষার্থীও ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।