Monday, May 29, 2023
প্রচ্ছদখুলনা বিভাগচুয়াডাঙ্গা২তলা বাড়িসহ অর্পিত সম্পত্তি নিয়ে সংঘর্ষে চেয়ারম্যানেরসহ জখম-৩

২তলা বাড়িসহ অর্পিত সম্পত্তি নিয়ে সংঘর্ষে চেয়ারম্যানেরসহ জখম-৩

Published on

২তলা বাড়িসহ অর্পিত সম্পত্তি দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আলমলডাঙ্গায় নুরু চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম হয়েছে ৩জন।

আলমডাঙ্গার পুরাতন অগ্রণীব্যাংক খ্যাত ২ তলা বিল্ডিংসহ কয়েক কোটি টাকার অর্পিত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও আক্তার জোয়ার্দ্দারের মধ্যে। আক্তার জোয়ার্দ্দার লীজসূত্রে ওই বিল্ডিং-এর দখল নিয়ে বেশ কয়েক বছর বসবাস ধরে বসবাস করছেন।

এক পর্যায়ে ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা করেন নুরুল ইসলাম। মামলা চলমান অবস্থায় গত ইউপি নির্বাচনে আক্তার জোয়ার্দ্দারের সাথে নুরুল ইসলামের সমঝোতা হয় এমন তথ্য শহরে ছড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে সম্পর্কের উন্নয়নও ছিল লক্ষনীয়। এর কয়েক বছরের পর আবার কয়েক কোটি টাকার ওই অর্পিত সম্পত্তি নিয়ে শুরু হল রক্তক্ষয়ি সংঘর্ষ।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে নুরুল ইসলাম ওই বাড়ি দখল নিতে গেলে বাধে বিপত্তি। আক্তার গ্রুপের দায়ের কোপে মারাত্মক আহত হয়েছেন নুরুল ইসলাম চেয়ারম্যান, তার ভাস্তে হোসেন ও চেয়ারম্যানের বডিগার্ড হিসেবে পরিচিত ওসমান। তাদেরকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আক্তার হোসেন জানান, ৪০/৫০ জন লোক নিয়ে সকালে হঠাৎ করে তার বাড়ি আক্রমণ করেন নুরুল ইসলাম। বাড়ি ভাঙচুরকরে মালামাল লুট করে নিয়ে যায়। বাড়ির আরেক অংশে বসবাসকারি তার আত্মীয়ের পরিবারকে মারধর করে জোরকরে বের করে দিয়েছে। সে সময় নুরু চেয়ারম্যানের লোকজনের মধ্যে কেউ কেউ আহত হতে পারে।

অন্যদিকে, নুরুল ইসলামের ছেলে জানান, ওই সম্পত্তি নিয়ে সরকারের সাথে নুরুল ইসলামের মামলা চলছিল। মামলায় নুরুল ইসলামের পক্ষে রায় হয়। কিন্তু ওই সম্পত্তি লীজ নিয়ে আক্তার জোয়ার্দ্দার বসবাস করছে। আজ সকালে নুরুল ইসলাম লোকজন নিয়ে যান আক্তার জোয়ারকে আদালতের রায় দেখানোর জন্য। পরে চলে আসার সময় আসাননগরের মিনারুলের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে  চুয়াডাঙ্গা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কাওছার আলী শাহ (৬৫) নামে এক...

করোনা: চুয়াডাঙ্গায় ৩ পুলিশ সদস্যসহ নতুন করে আক্রান্ত ৭

চুয়াডাঙ্গায় নতুন করে ৩ পুলিশসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ...

চুয়াডাঙ্গায় ওসিসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত), তিন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই সদস্যসহ নতুন করে...