কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র দেব দত্তকে (৯) উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কুমারখালী পুজা উদযাপন পরিষদের আয়োজনে শনিবার বেলা ১১টায় কুমারখালী শহরের থানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্প্দাক অ্যাভোকেট জয়দেব কুমার বিশ্বাস, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, জাসদ নেতা এটিএম আবুল মনসুর মজনু, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কুদ্দুস, মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগ প্রমুখ।
বক্তারা অপহৃত স্কুল ছাত্র দেব দত্তকে উদ্ধার ও অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবী জানান।
উল্লেখ্য, গত ৮ জুন দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়। এরপর ঐদিন বিকেলে দেব দত্তের বাবা পবিত্র দত্তের ফোনে অপহরনকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে।