যশোরের নওয়াপড়ায় আকিজ জুট মিলের ২ টি পাট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্রায় ১৫ কোটি টাকার পাট। আগুন নিয়ন্ত্রণে নিজস্ব ৩টি পানির পাম্পসহ খুলনা-যশোরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
গুদামে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, বুধবার বিকেল আনুমানিক ৫ টায় জুটমিলের ২শ ৪১ শতকে অবস্থিত পাট মাচাই সেড নং-৫ এ আগুন দেখতে পান তারা। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গুদামে।
প্রথমে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে যশোর, খুলনা, দৌলতপুর, মণিরামপুর ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে।
২৪১ শতক জায়গা নিয়ে ২টি গুদামে থাকা পাটের পরিমাণ ও মূল্যের বিষয়ে একটি সূত্র জানায়, প্রায় ৪০০ লাখ মেট্রিক টন পাট মজুদ ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। এসময় ওই এলাকার বিদুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।
জুট মিলের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম ক্ষয়ক্ষতির পরিমাণ বা এ বিষয়ে পরে কথা বলতে চেয়েছেন। কথা হয় খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তারেক হাসানের সাথে। তিনি জানান তাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে আপাতত বলা সম্ভব নয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।