রাস্তায় মোবাইল পড়ে যাওয়ার পর আড়াই ঘণ্টা ধরে খুঁজেছি। মোবাইলে কলও টুকছিলো। স্যামস্যাং জে-২ মডেলের সেটটি ছিলো বেশ দামি। তাই ভেবেছিলাম যিনি পেয়েছেন তিনি হয়তো মোবাইলটি ফেরত দেবেন না। কিন্তু বিকেলে যখন মোবাইল ফেরত দেয়ার কথা জানলাম তখন আনন্দ ধরে রাখতে পারছিলাম না। মোবাইলও ফেরত পাওয়া যায় তা ভেবে পারছিলাম না। কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার আমলা গ্রামের স্যালোইঞ্জিন চালিত অবৈধ মিনি ট্রাকের মালিক শরিফুল ইসলাম শরিফ।
গতকাল বৃহস্পতিবার মেহেরপুর গাংনী থেকে গাড়ি চালিয়ে কুষ্টিয়া ফেরার পথে তার ব্যবহৃত মোবাইলটি হারিয়ে যায়। মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ ও গাংনী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এসএম তানভির আহমেদ রাস্তায় মোবাইলটি পড়ে পেয়ে মালিককে খুঁজে তা ফেরত দিয়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ বলেন, সকালে বামন্দী থেকে দুটি মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া গ্রামের মাঠের মধ্যে পৌঁছুলে রাস্তায় মোবাইলটি পড়ে থাকতে দেখেন। এসময় সেখান দিয়ে অতিক্রম করার সময় একটি চলন্ত নছিমনের চাকা মোবাইলটির এক পাশে ওঠে যায়। এতে মোবাইলের স্ক্রিন ভেঙে যায়। পরে ওই মোবাইল থেকে সিম বের করে মালিককে খুঁজে মোবাইলটি ফেরত দেয়া হয়েছে।