এ ঘটনায় শুক্রবার (০২ মার্চ) রাতে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেছেন ঘটনা শিকার গৃহবধূ।
মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দুপুরে বাকচুয়া গ্রামের নিজ বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই গৃহবধূ। এসময় প্রতিবেশী মোশাররফ হোসেন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর রাতে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী। মামলা নং-১। তারিখ-০২/০৩/২০১৮ ইং। ধর্ষক মোশাররফ হোসেন ওই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মধ্যরাতে তিনি বাদী হয়ে এজাহার জমা দিলে তা গ্রহণ করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক মোশাররফ হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।