নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাকে বনপাড়া থেকে প্রত্যাহার করে বগুড়া অফিসে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশের বগুড়া জোন অফিসের এএসপি মোজাম্মেল হোসেন জানান, গত ২৫ আগস্ট লালপুর উপজেলার কদিম চিলান নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন এবং বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্তের উদ্দেশ্যে নাটোরের পথে রয়েছে। তিনি ওই তদন্ত কমিটির প্রধান।