কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং সি ব্লক এলাকার সাথী(২২) নামের এক গৃহবধূ স্বামীর পরকীয়া প্রেমের জের ধরে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
সূত্রে জানাযায়, হাউজিং সি ব্লকের ২০৯ নং বাড়ির রিমন(২৭) এর স্ত্রী সাথী। গত শুক্রবার রাতে সাথী তার স্বামী রিমনের সাথে পরকীয়া সংক্রান্ত বিষয়ের জের ধরে ঝগড়া ও বাগ বিতণ্ডা হয়। এক পর্যায়ে সাথী ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনেরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে সে কুষ্টিয়া সদর হাসপাতালের ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও সাথী এই একই ঘটনাকে কে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে রিমনের সাথে মুঠোফোনে কথা হলে রিমন জানায়, স্বামী স্ত্রীর ভিতরে মনমালিন্য হওয়ায় আমার স্ত্রী সাথী ঘুমের বড়ি খেয়েছে। হসপিটাল সূত্রে জানা যায়, সাথী ঘুমের বড়ি খেয়েছে।