মেহেরপুরের স্ত্রীর ওপর অভিমান করে বিষপান ও গলাই দঁড়ি দিয়ে আত্নহত্যা করেছে ২ জন। অপর ১ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের, মুজিবনগর উপজেলার মোনাখালী এবং গাংনী উপজেলার হিজলীবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৩টি ঘটনায় স্ত্রী’র সাথে মনকষাকষির কারণ হিসাবে জানাগেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের আব্দুলের পুত্র শাহীন এর স্ত্রীর সাথে মনকষাকষির এক পর্যায়ে নিজ ঘরে গলাই দড়ি দিয়ো আত্মহত্যা করে। এদিকে এদিন রাতে গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে কাল্টু স্ত্রীর সাথে মনকষাকষির এক পর্যায়ে বিষপান করে । পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কাল্টুর মৃত্যুর হয়।
অপর দিকে মুজিবনগর উপজেলার মোনখালী গ্রামের ইজারুল ইসলামের ছেলে আলম পারিবারিক অশান্তির সূত্র ধরে বিষপান করে। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আলমের অবস্থা আশংকা জনক বলে হাসপাতালারে চিকিৎসক জানান।