সোহাগ মাহমুদ খানঃ ফুলের মতো ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো । এই স্লোগান কে সামনে রেখে, শিক্ষা খাতকে আরো গতিমান করতে কুষ্টিয়ার জনপ্রিয় কোচিং সেন্টার স্টুডেন্ট একাডেমিক কেয়ারের অর্ধ বার্ষীকির চূড়ান্ত মডেল টেষ্টের ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়েছে। বৃহঃ বার বিকেলে কোর্ট পাড়ার ল’ কলেজ গলিতে অবস্থিত স্টুডেন্ট একাডেমিক কেয়ারের হলরুমে কোচিং এর পরিচালোক আনহাফ মাহমুদ সায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোচিং এর সহকারী পরিচালক তন্ময় ব্যানার্জীর পরিচালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষন বৃন্দ শিক্ষানীয় বক্তব্য রাখেন। এসময় ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন স্টুডেন্ট একাডেমিক কেয়ার ¬পরিবার। এসময় কোচিংএর পরিচলনা পরিষদ, শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।