খুলনা রেঞ্জ পুলিশের মাসিক সভা।
মাদক, সন্ত্রাস, মামলার দ্রুত চার্জশীট দাখিল, আদালতে স্বাক্ষী হাজিরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রেঞ্জ সেরা হয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
আর সেরা অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন জেলার দৌলতপুর থানার কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ।
গতকাল বৃহস্পতিবার খুলনায় মাসিক সভায় খুলনা রেঞ্জ ডিআইজি খন্দকার ড. মুহিদ উদ্দিন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও ওসি আরিফুল ইসলাম আরিফের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
গত এক বছর আগে কুষ্টিয়ায় এসপি হিসেবে যোগ দেন এসএম তানভীর আরাফাত। এ সময়ের মধ্যে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন মামলার দ্রুত চার্জশীট প্রদান ও স্বাক্ষী হাজিরা ও ওয়ারেন্ট তামিলে বিশেষ ভূমিকা রাখেন তিনি।
এছাড়া থাকাগুলোতে ঘুষ ও দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেন। এছাড়া সীমান্ত ঘেঁষা দৌলতপুর থানাকে মাদকমুক্ত ও অপরাধ দমনে ভূমিকা রাখায় ওসি আরিফ রেঞ্জ সেরা হয়েছেন।