কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে আটকৃত জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীকে ৫ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত।
আজ বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ উদ জামান এ রায় প্রদান করেন।
আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধূকে নিয়ে কটুক্তি করার অভিযোগে জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলীকে আটক করে আজ দুপুরে কোর্টে প্রেরণ করে পুলিশ। সেই সাথে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষ বিকেল সাড়ে ৪টাই ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গেল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে কুমারখালী থানা পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আব্দুল খালেক জানান, কুমারখালীর (জেএন) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট দেন। এ কারনে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের হয়। আটক প্রধান শিক্ষককে কোর্টে সোপার্দ করে রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করে।