সকাল থেকে টানা বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে আলো ঝলমলে রোদ ওঠে। এদিন সকালটিতে যেন বেশি আলোর ছটা ছিল সিরাজগঞ্জ জেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে। কারণ এমাঠে বেলা ১১টায় সমবেত হয়েছিলেন জেলার ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪০ জন মেধাবী মুখ, এসব প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং অনেক গুণীজন। খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশনের উদ্যোগে এসময় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
জেলার ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫৫ জন ছাত্রছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণির ৪৮৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোর তরুণদের অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু তাদেরকে ভালো মানুষ হতে হবে। মিথ্যা বলা যাবে না, সত্য পথে চলতে হবে, অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
তিনি আরো বলেন, মাদক একটি পরিবারকে, একটি সমাজকে, একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। কাজেই তাদেরকে অবশ্যই নেশা থেকে বিরত থাকতে হবে এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, বলকুচি থানার ওসি আনেয়ারুল ইসলাম, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও পাট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির নির্বাহী সম্পাদক অনুরুপ আইচ, ফাউন্ডেশনে সচিব আলহাজ্ব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে খ্যাতনামা শিল্পীসংগীত ফেরদৌস ওয়াহিদের সুরের মূর্ছনা উপস্থিত ছাত্রছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখে।
২০০১ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশন ২টি চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে সারা বছর বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ এবং শুধুমাত্র খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (র:) এর অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে এককালীন মূল্য প্রদান করে আসছে।
Discussion about this post