কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংবাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক কুষ্টিয়ার সংবাদ এর সম্পাদক সাংবাদিক মিজানুর রহমানের মুক্তি কামনায় কুষ্টিয়ার খোকসার সাংবাদিক মহলের আয়োজনে উপজেলা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলা সাংবাদিক মহলের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিলে আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এলাকাবাসী ও খোকসা উপজেলা ভোরের কাগজের সাংবাদিক সেখ সাইদুল ইসলাম প্রবীণ, দৈনিক সংবাদের খোকসা উপজেলা প্রতিনিধি সুমন কুমার মণ্ডল ও দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা মসজিদে প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান লাকি’র রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ও ফুসফুস আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার রোগমুক্তি কামনায় তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকদের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।