পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে প্রেসক্লাব। আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরে এন এস রোডে প্রেসক্লাব-কেপিসি’র সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রেসক্লাব ছাড়াও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্যরা অংশ নেয়।
কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম রাশেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রিয়াজ জিল্লু, কুষ্টিয়া উইমেন্স জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাহিদ হাসান তিতাস। এসময় কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আশিফুজ্জামান শারফুসহ বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা পার্সন ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যে কোন সংকটের মুর্হুতে সাংবাদিকরা চরম ঝুঁকি নিয়ে কাজ করেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে সবসময় হামলা এবং নির্যাতনের শিকার হতে হয় তাদের। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বেশ কিছু গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় তাদের ক্যামেরা ভেঙ্গে ফেলা হয় এবং গাড়িতেও ভাংচুর চালানো হয়।