Monday, June 5, 2023
প্রচ্ছদকুষ্টিয়ামিরপুরসরকারের উন্নয়ন সাধারন মানুষের সামনে তুলে ধরতে হবে

সরকারের উন্নয়ন সাধারন মানুষের সামনে তুলে ধরতে হবে

Published on

কুষ্টিয়ার মিরপুরে নবাগত জেলা প্রশাসক আসলাম হোসেনের সাথে উপজেলার কর্মকর্তাগণ, সুধিজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আসলাম হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর মাধ্যমে জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। ক্ষুধা-দারিদ্র্য ও শোষণমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। সাধারন মানুষের অধিকার তাদের দোড় গোড়ায় পৌছে দিচ্ছে।

তিনি আরো বলেন, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এটাই জাতির প্রত্যাশা। বর্তমান সরকারের সময়ে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের রায় কার্যকর হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের কার্যক্রমের ধারাবাহিকতায় নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের যে চিত্র তা সাধারন মানুষের সামনে তুলে ধরতে হবে। সাংস্কৃতির খ্যাত কুষ্টিয়াকে সকল দিক থেকে দেশের সেরা হিসাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, মিরপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করীম, আফতাব উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামূল হক, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক হুমায়ন কবীর হিমু, হালসা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম।

অনুষ্ঠানে মিরপুর উপজেলা শিক্ষাা অফিসার সিরাজুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী আব্দুস সালাম, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন প্রমুখ।

এসময় উপজেলা সকল দপ্তরের প্রধানগণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুধিজন, স্থানীয় জনপ্রতিনিধগণ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

টিউশনি করে গোল্ডেন এ প্লাস পেলেন কুষ্টিয়ার জমজ দুই বোন

সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। টিউশনি করে কোন রকমে সংসার চালাচ্ছেন...

ভারতীয় সিরিয়াল ‘সিআইডি’ দেখে কুষ্টিয়ার ফুল ব্যবসায়ী আবু তৈয়ব হত্যার পরিকল্পনা

কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যার পর দ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে...

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী বাজার থেকে ইয়াবাসহ টুটুল হোসেন (২২) ও তৌফিক রানা সিয়াম (২০)...