কুষ্টিয়ার হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক এর সম্মেলন কক্ষে আজ শনিবার বেলা ১১টায় রোগী কল্যান সমিতির কার্যনির্বাহী পরিষদের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবু হাসানুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ তাপস কুমার, ২৫০সয্যা বিশিষ্ট জেনানারেল হাসপাতালের সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা সুশান্ত কুমার পালসহ সমিতির সদস্যবৃন্দ।
জরুরী সভায় ২০১৭-১৮ অর্থ বছরের আয়-ব্যায়ের হিসাব,রোগী কল্যাণ সমিতির ঔষধ সরবরাহ সংক্রান্ত, আজিবন সদস্য পদ প্রদান সংক্রান্ত সহ বিভিন্ন গুরুত্ব পুর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।