কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছেন সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল। শ্রেষ্ঠত্বের পুরস্কার সরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি সরকারী ভাবে দুইটি দেশ সফরের সুযোগ পেয়েছেন।
এ উপলক্ষে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক এবং বাংলাদেশ চেয়ারম্যান ফরামের সাংগঠনিক সম্পাদক এম. এ মোমিন মন্ডলসহ ১৬ জন চেয়ারম্যান ও ৩ জন উপ সচিবসহ ১৯ সদস্যের প্রতিনিধি দল গতরাত ২ টায় হযরত শাহাজালাল বিমানবন্দর থেকে এশিয়ান বিমান যোগে ত্যাগ করেন।
এই প্রতিনিধি দল দুটি দেশ ইন্দোনেশীয় ও থাইল্যান্ড সফরের পাশাপাশি দুটি সেমিনারে যোগ দিবেন। সেখানে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হবে বিমানবন্দর ত্যাগ করার আগে মুঠো ফোনে জানান এম এ মোমিন মন্ডল।
এই সফরের সফলতা কামনায় ইউনিয়নবাসীসহ সকলের দোয়া প্রার্থনা করেছেন তিনি।