ঝিনাইদহের শৈলকুপায় রাজু জোয়ার্দ্দার নামের এক মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে শৈলকুপা উপজেলা ভূমি অফিসে এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি। দ-প্রাপ্ত মাদক ব্যবসায়ী শেখপাড়া এলাকার নাজিম জোয়ার্দ্দারের ছেলে রাজু জোয়ার্দ্দার স্বরাষ্ট মন্ত্রনালয়ের তালিকাভূক্ত মাদক কারবারী।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে শেখপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫শ’গ্রাম গাঁজাসহ রাজুকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাহী জিএম শহীদুল ইসলাম, আজিজ খান ও জেলা পুলিশের ৫ সদস্য মাদক বিরোধী এ অভিযানে অংশগ্রহণ করে।