কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ইউনিয়নের দিনমজুর বাবা রোকনুজ্জামান এর পাঁচ বছরের শিশুকন্যা জান্নাত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ তিন মাস ধরে ভুগছিল। অবশেষে কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ডাঃ মুসতানজিদ শরণাপন্ন হলেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সার্জারি বিভাগের তত্ত্বাবধানে ডাঃ মোঃ আব্দুল মালেক, ডাঃ আমিরুল ইসলাম, ডা সুরেশ তুলশান সহ ও অন্যান্য চিকিৎসকদের সহযোগীতায় ঢাকা বার্ন ইউনিটের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী প্রধান সাজ্জাদ হোসেন এর সাথে টেলিকনফারেন্সে শিশুটির সার্জারী পূর্বক অপারেশনের বা চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত হলো।
উল্লেখ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রুরাল সিটিজেন জার্নালিষ্ট মোঃ শরিফ নেওয়াজ সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে উক্ত বাচ্চাটির দুরারোগ্য ব্যাধির অবস্থা তুলে ধরে একটি পোস্ট প্রদান করেন। বিষয়টি কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দৃষ্টিতে আসলে শনিবার সকাল ১০ টার সময় শিশু জান্নাতের চিকিৎসার সুব্যবস্থা প্রাথমিক আলোচনা করা হয় কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা কর্মী স্থানীয় গণমাধ্যম কর্মী দীপু মালিক, হুমায়ুন কবির ও শিশু জান্নাতের বাবা মা ও নানী।